![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজো মনে পড়ে আমার
ভালবাসার দিন গুলির কথা
যেখানে তুমি আমার হয়ে ছিলে।
ছিল হাঁসি ,
ছিল কষ্ট,
ছিল ঝগড়া ,
ছিল কতো বেদনা ।
"ভালবাসা ছিল নামটি তোমার "
আজ, তুমি হারিয়েছো
মহাকালের সেই ভিড়ে;
কেমন করে খুঁজি তোমায় ?
কেটে গেছে বহু বছর
দূর অজানার স্রোতের টানে
তবুও মনে পড়ে
সৃতির পাতায় হলদেটে ভাব!!!
২| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২১
এহসান সাবির বলেছেন: *সুন্দর
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
এম . এম ওবায়দুর রহমান বলেছেন: ভাল লিখেছেন।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০
এহসান সাবির বলেছেন: খুব সুনদর।