![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন রাত ৪।৩০ , শীতের রাত , প্রচণ্ড শীত । শরীরে নানান রকম গরম কাপড় জড়িয়ে চেয়ার- টেবিল এর সামনে রাখা "লেপু" তে সামুর বাঁধ ভাঙ্গা ঢেউ এর আওয়াজ দেখছিলাম এবং শুঞ্ছিলাম।
আজ আর ফেবু তে তেমন মন বসে নি। আমার কি দোষ! দীর্ঘ ৯ মাস অপেক্ষার পর সামু তে লেখা প্রকাশ হওয়ার যে অনুমতি প্রদান, তাতে আমায় পায় কে। এ যেন, এক মরা গাঙ্গের ফুলে ফেপে উঠা। তাই মন পুরাটাই সমরপন করেছি এই সামুর ব্লগে। না করেই বা কি উপায়! জ্ঞান পিপাসুদের যে এ এক আড্ডা খানা । চরম গরম লেখা আর অদ্ভুত উদ্ভট ছাপা আহা! পরান আমার যায় জুরায় !!!
নিজেকে একজন ব্লগার হিসেবে প্রকাশ করার নানান ফন্দি-ফিকির; সামুর ইতিহাস সৃষ্টি কারি সব লেখা এবং প্রায় সব সু প্রতিষ্ঠিত ব্লগারদের ব্লগে অক্ষির দর্শনপাত ।
আহা! কি, নয়া মাল হয়ে গেলাম আজ থেকে;
ভালই লাগসে,ভাবতে। নানান জনের দ্বারা পঠিত হবে আমার লেখা, কেউ আবার প্রিয় তে নিবে , হয়তবা কেউ আবার মন্তব্যের মেলা বসাবে।
আহা! কি নব, সৃষ্টির আনন্দ বয়ে যাচ্ছে এই অন্তর মনে!!!
যাই হোক, এই ভেবে ভেবে আজ আল্মস্ট সারাদিন ই ছিলাম সামু তে । ফেবু তে তেমন বসি নাই, মোবাইল ফোনে চার্জ ও দেয়া হয় নি। নাওয়া -খাওয়া হয় নি। অনেকক্ষণ যাবত ভাবছি তাই, এখন তাহলে যাই।
আর এর মধ্যে হঠাত করে বেজে উঠলো , সেই মধুর ধ্বনি । তাই শ্রবণের জন্য কর্ণবিমুখি হলাম।
আহা! একী, ঘুম ঘুম কণ্ঠে শুনতে পেলাম, " এতো রাতে কি করো , আজ যে এলে না চ্যাঁট বাক্সে । একটা ফোন ও তো দিতে পারতে। তাই না? আচ্ছা , তুমি তো দেখি সুবিধার না। কার সাথে নতুন করে , হুম শুনি, শুনি আমি।।
আমি শুধু শুনেই যাচ্ছিলাম । অতঃপর , সংযোগ বিসছিন্ন /
আমি মনে মনে বলি, এটা হল সামু।। আর এই হৃদয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বেজে উঠছে ঃ
প্রেমে পরেছি,
আমি,
প্রেমে পরেছি .।.।.। সামুর প্রেমে পরেছি
১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২২
হাসান মুহিব বলেছেন: :-*
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৮
পুরানপাপী (শুধু চেহারা বদল) বলেছেন: আস্তে পড়েন। মাজা ভাইঙ্গা গেলে কেউ কাছে আইবো না!
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯
*কুনোব্যাঙ* বলেছেন: প্রেম ভালো জিনিষ! উহাতে পড়িয়া গিয়াও সুখ!
৪| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২১
ভাবতে চাই বলেছেন: *কুনোব্যাঙ* মনে হয় সুখ পেয়েছেন !!!
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৪
*কুনোব্যাঙ* বলেছেন: হাজার হাজার বছর ধরে এত্ত এত্ত গল্প গান কবিতা উপন্যাসের ভিত্তি যে প্রেম তাতে অসুখী হওয়ার কি আর উপায় আছে! প্রেম হচ্ছে সুখের মহা অসুখ :দ
আমরা দু'জন একই গাঁয়ে থাকি
সেই আমাদের একটি মাত্র সুখ,
তাহার গাছে গায় যে দোয়েল পাখি
তাহার গানে নাচে আমার বুক
৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
ঝোড়া বলেছেন: প্রেমে পড়া ভাল প্রেমে ডোবা ভাল না,,,,,
৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৫
মাহবু১৫৪ বলেছেন:
শুভেচ্ছা আপনাকে
৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৩
হাসান মুহিব বলেছেন:
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৪
শব্দহীন জোছনা বলেছেন: আপনার মনের অন্ধ কুটিরে লুকিয়ে থাকা হাজারো বর্ণমালার আলোতে আসার অপেক্ষায় রইলাম। শুভকামনা।
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৯
হাসান মুহিব বলেছেন: আপনাকে ধন্যবাদ কষ্ট করে পরার জন্য
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৪৮
ভাবতে চাই বলেছেন: অভিনন্দন আপনাকে...(সামুর প্রেমে পড়ার জন্য !!)