![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
1. Mercedes - প্রতিষ্ঠাতা Emil Jellink এর কন্যার নাম অনুসারে। উনার আসল নাম Mercedes Jellink ;
2.Nokia : ফিনল্যান্ডের একটি শহরের নাম । Nokianvirta River এর তীরে অবস্থিত। দেখে নিন নোকিয়া শহর টা,
3. Pepsi : - মানুষের অন্ত্রের Pepsin এনজাইমের
সাথে সম্পর্কিত।
4. Honda : - কোম্পানির মালিকের নাম Soicho
ro Hondo। আসুন উনাকে চিনে রাখি Soichiro Honda Biography
5. Sony : - এসেছে ল্যাটিন শব্দ 'sonus' গ্রীক শব্দ “tonos” থেকে উৎপত্তি । যার অর্থ “noise, sound” or “tone, character, style.” প্রধান কার্যালয়
6.Maggi : - খাদ্য প্রস্তুতকারী কোম্পানিটির
মালিকের নাম Julius Maggi।
7.Suzuki : - প্রতিষ্ঠানটির মালিকের নাম Michio
Suzuki ।
8.Samsung - কোরিয়ান শব্দটির অর্থ তিন
তারকা ।(三星) এই তিন তারকা বলতে বুঝায় "big, numerous and powerful"
9. Toyota : - প্রতিষ্ঠাতার নাম Sakichi Toyoda।
10. Yamaha : -প্রতিষ্ঠাতার নাম Torakusu
Yamaha
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
১১স্টার বলেছেন: ভালো লাগলো
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১১
স্বপ্নসমুদ্র বলেছেন: সুন্দর পোস্ট। আমাদের দেশী কোম্পানী গুলার নাম ক্যামনে দেয় কে জানে।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২১
মুন্না-কিশোরগঞ্জ বলেছেন: ভাল হইছে পোষ্ট
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
মদন বলেছেন: নাম একটা দিলেই হয়। আসল হইলো মার্কেটিং
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৮
নাওেয়দ বলেছেন: "পঁচা সাবানের" নামের পেছনের কাহিনী কি?
১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫
হাসান মুহিব বলেছেন: বলবো না
৭| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১২
নেক্সাস বলেছেন: হাহাহাহা হাসান ভাইয়ের ভিন্নধর্মী পোষ্ট। ভাল লাগলো। জানার আছে অনেক কিছু। কিছু জানলাম।
শুভ কামনা ভাই
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৪
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ নেক্সাস
৮| ১৭ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
আরজু পনি বলেছেন:
কতো অজানারে!
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮
হাসান মুহিব বলেছেন: janar asey aro onek baki
৯| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪৫
ইসটুপিড বলেছেন: মোল্লা সল্টের নামকরণের কারণ কি? জানেন?
১০| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৭
হাসান মুহিব বলেছেন: ইসটুপিড , মোল্লা সল্টের নামকরণের কারণ হচ্ছে, খবিরুদ্দিন মোল্লা। প্রতিষ্ঠানের মালিক...খুব ধার্মিক এবং ভালো মানুষ
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৯
তামিম ইবনে আমান বলেছেন: নেক্সাস ভাইয়ের কমেন্টের উপরে করা বাকি ৬ জন ব্লগারের কি দোষ ছিল, আপনি রিপ্লাই দিলেন না? এভাবে মানুষ বেছে রিপ্লাই দেয়া কি ঠিক?
১২| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩২
হাসান মুহিব বলেছেন: আমি কোনও বাছ- বিচার করে কমেন্ট করি নি আমান ভাই। তবে আপনাকে ধন্যবাদ , আপনার সুতীক্ষ্ণ পর্যবেক্ষণ এর জন্য।
১৩| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৬
কালোপরী বলেছেন: +++++++++++
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
হাসান মুহিব বলেছেন: আপনাকে ধন্যবাদ
১৪| ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:২৩
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক কিছু জানলাম।
০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:০৭
হাসান মুহিব বলেছেন: এবার আপনার তাও জানান
১৫| ১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৪৪
megher_kannaa বলেছেন: অনেক কিছু জানলাম। শেয়ার দেওয়ার লোভ সামলাতে পারলাম না।
২৫ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:২৮
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ । মেঘের কান্না
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫২
আলফা-কণা বলেছেন: age janle tu mia, Nokia sohor da daikkha ayte partam.