নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

রস+সামু = রসামু ( কৌতুক ও কার্টুন )

২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৩২

১/





স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়া বেধে গেল। একপর্যায়ে স্ত্রী ব্যাগ গোছাতে শুরু করলেন। রাগে গজগজ করতে করতে বললেন, আর জীবনে কোনো দিন আমি এমুখো হবো না। থাকো তুমি একলা। আমি চললাম বাবার বাড়ি।

স্বামীও রাগের মাথায় পকেট থেকে কটা টাকা বের করে এগিয়ে দিয়ে বললেন, যাও যাও। আর এই নাও, যাওয়ার ভাড়াটা নিয়ে যাও।

স্ত্রী টাকাটা টেনে নিয়ে বললেন, আর ফেরার ভাড়াটা কে দেবে শুনি?



২/





নির্জন স্থানে বসে প্রেমিক-প্রেমিকা কথা বলছিল। এমন সময় প্রেমিক জিগ্যেস করল, আচ্ছা তুমি আমার জন্য কী কী করতে পারো বল তো? প্রেমিকা বেশ আবেগ নিয়ে বলল তোমার জন্য অমি সব ছাড়তে পারি। প্রেমিক: তাই নাকি! প্রেমিকা:হ্যাঁ, আমি আমার বাবা-মা, ভাই-বোন আত্মীয়-স্বজন, বিষয়-সম্পত্তি সব ছাড়তে পারি তোমার জন্য।

প্রেমিক:তাহলে স্টার প্লাস আর জি সিনেমা?

প্রেমিকা:মুখ সামলে কথা বলবা কিন্তু।



৩/





উকিল :মাননীয় আদালত সব তথ্য ও সাক্ষী প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্টই প্রমাণিত হচ্ছে যে আমার মক্কেল সম্পূর্ন নির্দোষ এবং উক্ত ব্যাংক ডাকাতির সঙ্গে সে কোনোভাবেই জড়িত নয়। অতএব, আদালতের নিকট আরজি পেশ করছি তাকে বেকসুর খালাস দেওয়া হোক।

বিচারক :আসামি মিজানের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় তাকে বেকসুর খালাস দেওয়ার হুকুম দেওয়া হলো। আর মিজান তোমার কিছু বলার থাকলে বলতে পারো।

মিজান : আমাকে কি ব্যাংকের টাকাটা ফেরত দিতে হবে?



৪/








মিজান সাহেব নতুন গাড়ি কিনেছেন। নিজে ড্রাইভ করতে জানেন না বিধায় ড্রাইভার নিয়োগের সিদ্ধান্ত নিলেন। যথারীতি বিজ্ঞাপনও দিয়ে দিলেন। বিজ্ঞাপন পেয়ে মন্টু মিয়া আসলো ইন্টারভিউ দেয়ার জন্য। ইন্টারভিউর এক পর্যায়ে মিজান সাহেব বললেন শোনো, তোমাকে আমার পছন্দ হয়েছে। চাকরিটা তোমাকেই দিতে চাই। স্টার্টিং বেতন দেওয়া হবে তিন হাজার টাকা। তোমার কোনো সমস্যা নেই তো?

মন্টু মিয়া: না না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্টার্টিং বেতন ঠিক আছে, কিন্তু ড্রাইভিং বেতন কত সেটাও তো জানা দরকার।



৫/







বিচারক : আপনি বলেছেন- আপনার বন্ধুর সঙ্গে অবৈধ প্রণয় চলছিল বলে বউকে খুন করেছেন। কিন্তু আপনি আপনার বন্ধুকে খুন না করে বউকে খুন করলেন কেন?

আসামি : হুজুর আমার অনেক বন্ধু। সপ্তায় একজন করে বন্ধুকে মারার চেয়ে বউকে মারাই সহজ মনে হল তাই।B-)B-)B-)B-)B-)B-)B-)B-)

মন্তব্য ৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬

এম ই জাভেদ বলেছেন: শেষের টা জোস লাগছে ।

২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৬

হাসান মুহিব বলেছেন: আপনেও কি ওই দলের নাকি??? হাহাহাহাহহাহা

২| ২১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৪৮

বিডি আইডল বলেছেন: পুরান

৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:০০

মো: আতিকুর রহমান বলেছেন: + nen. 2nd n laster er duta vala hoice

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.