![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Kiss Is the chemistry of love”. এটা আমার কথা না, বিখ্যাত এক মনিষীর কথা ।
রসায়নের ছাত্র হিসেবে তো রসায়নের সেই সূত্রকে আবিষ্কার করার এক সুপ্ত বাসনা জন্ম নেয় এই তত্ব শুনার পর। কিন্তু বাসনা বা ইচ্ছা পূরণের জন্য যেই মানুষটা কে চাই,সে তো চির অধরা, অপেক্ষায় আছি।তাই তো আজকের রসামু তে আলোকপাত করব "চুমু/চুম্বন/চুমা" নিয়ে। আসুন জেনে নেই চুমু ফ্যাক্টর --------------------------------------
► জুলাই ৬ হচ্ছে আন্তর্জাতিক চুমু দিবস!
► সাধারন চুমুতে প্রতি মিনিটে ২৫ ক্যালোরি এবং গভীরভাবে চুমুতে ১০০ ক্যালোরি পর্যন্ত শক্তি প্রয়োজন!
► পৃথিবীর সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩৩ ঘন্টা ১৮ মিনিট ৩৩ সেকেন্ড! এটা করা হয়েছিলো ২০১০ সালের "ভ্যালেন্টাইনস ডে" তে। এই যুগলের পরে অক্সিজেন দিয়ে ট্রিটমেন্ট দিতে হয়েছিলো।
► সিনেমাতে সবচেয়ে দীর্ঘ চুমুর রেকর্ড হচ্ছে ৩ মিনিট ৫ সেকেন্ড্ । সিনেমার নাম "You're in the Army Now" (১৯৪১ সালের)।
► মূল ধারার এক সিনেমাতে সবচেয়ে বেশী চুমুর রেকর্ড ১২৭ বার DonJuan (১৯২৭ সালের) সিনেমাতে!
► আমরা যেটাকে ফ্রেন্চ কিস হিসেবে জানি ফ্রান্স এ তার নাম "Embrasser Avec la Langue!" শাব্দিক অর্থ অফ দিস French phrase ইস "Kissing with tongue"
► চুমু খেতে ভয় পান? তবে আপনার "Philematophobia" হয়েছে!
#### চুমু নিয়ে বিখ্যাত এবং আলোচিত কিছু মুভির নাম :
১। It's A Wonderful Life
(1946)
২। Gone With The Wind
(1941)
৩। Casablanca
(1943)
৪। Breakfast at Tiffany's
(1961)
৫। Dirty Dancing
(1987)
৬। Rainman
(1988)
৭। The Goonies
(1985)
৮। Some Kind of Wonderful
(1987)
৯। Titanic
(1997)
১০। Spider-Man
(2002)
১১। Mr. and Mrs. Smith
(2005)
১২। The Notebook
(2005)
বোনাস হিসেবে রইলো চুম্বন নিয়ে এই জোকসটি ঃ
********বাঘ বাঘিনিকে চুমু দিতে চাচ্ছিলো.....
বাঘিনী অতি সন্তর্পনে এদিক ওদিক তাকাচ্ছিলো... বাঘ জিজ্ঞেস করলো : "কি খুঁজছ?"
বাঘিনী : "দেখতিছি, Discovery Channel আছে কিনা; ব্যাটারা একটু প্রাইভেসিও দেয়না"
-----------------------------------------------------------------
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪
হাসান মুহিব বলেছেন: ্পাইন হইসে না ভাই.।।। ধুন্ন আমি ধন্য
২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৬
অতনু কুমার সেন বলেছেন: ওরে বেডা এ লেখছো কেমনো হাহালুগে ++++++++++++ দিয়া গেলাম
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫
হাসান মুহিব বলেছেন: আই, আন্নের লাগি ই তো দিলাম
৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৮
অণুষ বলেছেন:
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
হাসান মুহিব বলেছেন:
৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
সুদীপ্ত কর বলেছেন: :#>
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:২৯
হাসান মুহিব বলেছেন:
৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৩
আবু মান্নাফ খান বলেছেন: কই জানি পরলাম বলে মনে হইল
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৮
হাসান মুহিব বলেছেন: চুমু নিয়ে মিত্থা কথা বলতে নাই.।.।.।।লুল
৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন:
পুরাই অস্থির ।
৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫
রুদ্র মানব বলেছেন: পুরাই অস্থির
৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
*কুনোব্যাঙ* বলেছেন: হা হা হা , , , জোকটা মজার।
-----------
কেঁপে কেঁপে ওঠে খুনের সাহস,
চুমু খেতে চাই।
শূন্য পেয়ালা ভেঙেছে নেশার ঠোঁটে,
মিথুনক্লান্ত করপুটে কাঁপে
স্তনের গুচ্ছ, চুমু খেতে চাই।
কেঁপে কেঁপে ওঠে যুগলের স্পৃহা,
লক্ষ যোজন পথ হেঁটে আসা
অবসাদ হাঁকে শেষ হুংকার
চুমু খেতে চাই।
-নির্মলেন্দু গুণ
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
হাসান মুহিব বলেছেন: ব্যাঙ সাহেব এতো রাতে হঠাত .।.।.।.।.।লুল
৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০
মাক্স বলেছেন: ফিলেমাটোলজি= চুম্বনবিদ্যা?
১০| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১
মিনহাজুল হক শাওন বলেছেন: Click This Link
১১| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩
দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো পোষ্ট। সিরিয়ালি না দেখা মুভিগুলা শেষ করে ফেলব।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
হাসান মুহিব বলেছেন: দেখেন , কিন্তু মনোযোগ দীয়ে দেইখেন কিন্তু
১২| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ভালু। কয়েকটা মুভি দেখেছি
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০২
হাসান মুহিব বলেছেন: আমি তো মুভি দেখতে বলি নাই, বলসি চুমু দেখতে //////// লুল লুল লুল
১৩| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯
নাইমুল ইসলাম বলেছেন: দারুন পোস্ট । পড়ে মজা পেলাম
১৪| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৫
মাক্স বলেছেন: বেছে বেছে মন্তব্যের জবাব দেওয়া ভালো। এতে শরীর ও মন দুটোই ভালো থাকে।
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
হাসান মুহিব বলেছেন: ম্যাক্স ভাই , শরীর ও মন দুটোই ভালো থাকে/ চেইতেন না ভাই.।.।.।.।
১৫| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৬
দূরে থাকা মেঘ বলেছেন: মুভিগুলোর ৩টা দেখা,যদিও জানতাম না এই জন্য বিখ্যাত।
ভালো লাগলো সুন্দর উপস্থাপনার জন্য।
১৬| ২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:১১
পুংটা বলেছেন: দেখেন এইখানে... কি করতাছে রে
১৭| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৬
রোলেন বলেছেন: crm
১৮| ২২ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১৯
জাকারিয়া মুবিন বলেছেন: ওরে চুমু রে...................
:!>
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১১
হাসান মুহিব বলেছেন: হে ভাই, চুমু
১৯| ২২ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৪
বাংলার হাসান বলেছেন: জাকারিয়া মুবিন বলেছেন: ওরে চুমু রে...................
:`>
০৭ ই জুন, ২০১৩ রাত ১:০৩
হাসান মুহিব বলেছেন: শুধু চুমু। র কিছু না
২০| ২২ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৭
একজন আরমান বলেছেন:
ইসসস পোস্ট পইড়া আবার চুমু খাইতে ইচ্ছা করতাছেরে।
আপচুচ......
২১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
হা হা হা!
২২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৮
তামিম ইবনে আমান বলেছেন: চুমু খেলে কেমন লাগে?
২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৬
হাসান মুহিব বলেছেন: চুমু খেলে কুব ভালা লাগে//// তবে জাইগা,লুকিসন এন্ড পরিবেশ টা জরুরী ভালু লাগার জন্য
২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০
শামীম আরা সনি বলেছেন: :#> :#> :#> :!>
২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫১
হাসান মুহিব বলেছেন: আপনার ভালা লাগে নি??
২৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:০৪
শামীম আরা সনি বলেছেন:
৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১
হাসান মুহিব বলেছেন: ইহার মর্ম/ তরজমা পুরাই মাথার উপর দীয়ে গেলো ,
২৫| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
নিকষ বলেছেন: এই চুম্মা নিয়া কিছুক্ষন আগেই একটা লেখা পড়ালাম।
পুস্ট ভালো হইসে।
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:১০
হাসান মুহিব বলেছেন: কিসসুক্ষন আগে শুধু পরলেন; চুমু দিলেন না ; উফফ নো
২৬| ১৮ ই মে, ২০১৩ রাত ১:১৪
প্রিন্স হেক্টর বলেছেন: পেলাস
২৭| ১৮ ই মে, ২০১৩ রাত ১:৫৩
আত্নভোলা বলেছেন: চুম্মা চুম্মা দে দে চুম্মা দে দে চুম্মা .............
:-*
০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০৬
হাসান মুহিব বলেছেন: তু দিয়ে দে
২৮| ০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:১৭
~মাইনাচ~ বলেছেন:
০৭ ই জুন, ২০১৩ রাত ১:০২
হাসান মুহিব বলেছেন: পেলাস
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
ঘুড্ডির পাইলট বলেছেন: শেষের জুক্সটা