নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

বিভিন্ন বিষয়ের জনক

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৪৮

• বাংলা উপন্যাস-----বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

• বাংলা গদ্য সাহিত্য-----ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

• ইংরেজী উপন্যাস-----হেনরি ফিল্ডিং।

• আধুনিক ইংরেজী কবিতা-----জিওফ্রে চসার।

• চলচ্চিত্র-----অ্যাডওয়ার্ড মিউব্রিজ।

• বাংলাদেশ চলচ্চিত্র-----আব্দুল জব্বার খান।

• জ্যামিতি-----ইউক্লিড।

• বীজগণিত-----আল খাওয়ারজমি।

• রসায়নবিদ্যা-----জাবের ইবনে হাইয়ান।

• ভূগোল-----ইরাটস থেনিস।

• ইতিহাস-----হেরোডেটাস।

• ইসলামের ইতিহাস-----আল মাসুদি।

• অর্থনীতি-----অ্যাডাম স্মিথ।

• মনোবিজ্ঞান-----ড. উইলহেম উন্ড।

• দর্শনশাস্ত্র-----থেলিস।

• রাষ্ট্রবিজ্ঞান-----এরিস্টটল।

• আমলাতন্ত্র-----ম্যাক্স ওয়েবার।

• মুসলিম জাতি-----ইব্রাহিম ( আ: )।

• কৃষিবিজ্ঞান-----জেন্সেটাল।

• সমাজ বিজ্ঞান-----অগাস্ট কোঁৎ।

• সমাজকর্ম-----জন অ্যাডামস।

• ফ্যাসিজম-----মুসোলিনী।

• কমিউনিজম-----কার্ল মার্কস।

• অস্তিত্ববাদ-----সরেন কিয়ার্কগার্ড।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫৭

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: বাংলা উপন্যাসের জনক মনে হয় প্যারিচাদ মিত্র। বঙ্কিম যথাসম্ভব পাশ্চাত্য ভাবধারায় প্রথম বাংলা উপন্যাস লিখেন, সামগ্রিকভাবে প্রথম বাংলা উপন্যাস নয়।

২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০২

হাসান মুহিব বলেছেন: ার্থক বাংলা উপন্যাসের জনক প্যারিচাদ মিত্র।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০৮

doha057 বলেছেন: এই যুগের জনকদের কথা বললেন না ;)

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৪:২৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
ধন্যবাদ।

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

চারশবিশ বলেছেন: শোকেছে নিলাম

৫| ২৩ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

ঢাকাবাসী বলেছেন: এদের এইসব টাইটেল কে দিয়েছে?

৬| ২৩ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৯

ইথান মাহমুদ বলেছেন: প্রিয়তে রাখলাম।

৭| ২৩ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩০

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ , ধন্যবাদ

৮| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৬

সর্বহারা:৭১ বলেছেন: ধন্যবাদ।

৯| ২৪ শে মে, ২০১৩ বিকাল ৪:১০

বটবৃক্ষ~ বলেছেন: ভাইয়া, বাংলা সাহিত্যের জনক কে একটু বলবেন??:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.