নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

ঢালিউড চলচ্চিত্র কড়চা : আপকামিং ২০১৩

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৪

আসুন সবাই মিলে বাংলা মুভি দেখি, বাংলা সিনেমা কে আরও উচ্চে নিয়ে যাই। বাংলা ভাষা কে বিশ্ব ব্যাপী সরিয়ে দেই। আর বলতে চাই আমারাও পারি , আমারাও করব জয় একদিন -------



১/ টেলিভিশন : ২৫ জানুয়ারি মুক্তি পাবে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র 'টেলিভিশন'









২/ পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীঃ

শাকিব খান, জয়া আহসান, আরেফিন শুভ







৩/দেহরক্ষী : মার্চ ২০১৩







৪/"জোর করে ভালবাসা হয়না" :





৫/গেইম :







৬/"The Terrorist" ঃ





৭/ "মোস্ট ওয়েলকাম ২"ঃ





৮/ 'রানআউট' ঃ





৯/ হ্যালো অমিত ঃ





১০/ভালবাসার রঙধনু ঃ





১১/‘শিরি-ফরহাদ’ >>





১২/ না মানুষ ঃ





১৩/টু বি কন্টিনিউড" >>





--------------------------------------------- চলবে



***ভালোবাসা দিবসের বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'ভালোবাসি কতো, ভালোবাসি নাতো'।





মন্তব্য ৫২ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

হাসান মুহিব বলেছেন: সাব্বাশ ঢালিউড।।

২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

ইমরাজ কবির মুন বলেছেন:
জোর করে ভালবাসা হয়না'র পোস্টার দেখে মজা পাইসি :P
ঢালিউড ২০১৩ এর জন্য শুভকামনা ||

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪১

হাসান মুহিব বলেছেন: শুধু ভালো লাগসে.।.।.।আর কিছু না তো

৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চাকিব খান - বিরাজ আর কত?

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

হাসান মুহিব বলেছেন: চাকিব খান সারা কি চলে

৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৬

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: জোর করে ভালবাসা, আর শিরি ফরহাদ এই দুইটা বাদে বাকি গুলার জন্য এক্সাইটেড।।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯

হাসান মুহিব বলেছেন: :) :) :) :) :) :)

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫১

একজন ঘূণপোকা বলেছেন: চরম একটা বছর মনে হয় যাবে

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০০

হাসান মুহিব বলেছেন: আমার অ তাই মনে হয়। আশা করি আমারাও ১০০ কোটি কামাই করবো

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১,৫,৬,৮,৯,১০,১২,১৩ ভালো হবে মনে হচ্ছে, বাংলা ভালো মুভিগুলো দেখার অভ্যাস করছি। বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে দেখে খুবই খুশি হলাম, এমন আর দুই তিন বছর চললেই ভারতীয় বাংলা সিনেমা একদম নাই হয়ে যাবে আমাদের দেশের... তখন তো সোনায় সোহাগা।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৫

হাসান মুহিব বলেছেন: ঠিক এ বলেসেন, বাংলা সিনেমা দেখার অভ্যাস করতে হবে। সুদিন আসবেই। প্রয়োজন মাইন্দ সেট উপ এর।

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:০৯

তারেকুর রহমান বলেছেন: টু বি কন্টিনিউ কোন মাসে

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

হাসান মুহিব বলেছেন: জানি না তারেক ভাই

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

মাহবু১৫৪ বলেছেন: অসাধারণ

আর একটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। তবে রিলিজ ডেট জানা নেই। ছবির নাম ছায়া - ছবি । আরেফিন শুভ আর পূর্নিমা এর ছবি

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

হাসান মুহিব বলেছেন: ুম ঠিক বলসেন .।এর পরের পরবে ওইটা দিব

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৫

ফ্রাস্ট্রেটেড বলেছেন: না-মানুষ দেখার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছি।

আরেকটা হল "দেহরক্ষী" (আমার দোষ-গুণ কোন্টাই না, এইটা আমার পৌরুষের কাজ :P :P )

ঢালিউড জিন্দাবাদ। আমাদের মা-বোনদেরকে যেন আর বালছাল ক্যালকেশিয়ান শিট টাইপ মুভিগুলান চাবাইতে না হয়।

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

হাসান মুহিব বলেছেন: ঢালিউড এর ডেঊ দুল দুল করবে এই বাংলায়

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:১১

আহমেদ আলাউদ্দিন বলেছেন:
টেলিভিশন টা দেখমু, এই ব্যাপারে সন্দেহ নাই! না-মানুষের ব্যাপারেও আগ্রহ আছে। দেখা যাক, শেষ পর্যন্ত কী হয়।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৩

হাসান মুহিব বলেছেন: আমিও দেখবো

১১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: মোস্ট ওয়েলকাম ২ জলিল ভাইয়ের?

না মানুষ ছবিটা ভাল কিছু বলে মনে হচ্ছে

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:২৫

রিওমারে বলেছেন: মানুষ না ছবিতে নায়িকা দেখি মাকড়শার জাল গায়ে দিসে। আর দেহরক্ষী ছবি র নায়িকার দেহ দুইজনে রক্ষা করতে পারবে কিনা সন্দেহ।। এই নাকি চলচ্চিত্রের উত্তরণ ?

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৮

হাসান মুহিব বলেছেন: আন্নে এতো কিছু দেখি ফালাইসুন

১৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৩০

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: মুক্তির অপেক্ষায় রইলাম।

ভাল লাগছে বাংলা ছিনেমায় পরিবর্তনের হাওয়া লেগেছে।
আইন করে আন্দোলন করে বিদেশি ছবির জ‌োয়ার থামানো যাবে না। নিজেদের ভাল ছবি দিয়েই এই জোয়ার থামাতে হবে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১০

হাসান মুহিব বলেছেন: সহমত

১৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:৫২

মইন বলেছেন: আইচ্ছা মামারা, পোস্টার বানানির সময় কি বাংলা ফন্টের অভাব হইছিলো?

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৪

হাসান মুহিব বলেছেন: মামা ভালাই ধরসেন তো ব্যাপার টা

১৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:০৬

দুঃখ বিলাসি বলেছেন: দেখে খুব খুশী লাগছে।

১৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:১৯

poops বলেছেন: প্রিয় তে ++

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

১৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

কালোপরী বলেছেন: ভাল :)

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৭

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

১৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৫

অচিন.... বলেছেন: ভালো

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

হাসান মুহিব বলেছেন: আপনেও ভালো

১৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৪

নিষ্পাপ কয়েদি বলেছেন: বেশির ভাগ ছবিই তো তেলেগু স্টাইলে মনে হচ্ছে। ফারুকির ছবিটা একটা নাটক। তিশার নিচের পাটির দাত সামনে এনে 'করতেসিস, যাইতেসিস' আর ভালো লাগে না।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৮

হাসান মুহিব বলেছেন: হাহাহাহাহা

২০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: চমৎকার এবং লোভ-জাগানিয়া আপডেটটি দেবার জন্য ধন্যবাদ।
টেলিভিশন দেখার ইচ্ছে আছে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৯

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ, আপনাকে ও

২১| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৩

শান্তা273 বলেছেন: বাংলা চলচ্চিত্রের সুদিন ফিরে এসেছে দেখে ভালোই লাগছে।
শুভ কামনা থাকলো।
দেখার ইচ্ছা আছে।

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

হাসান মুহিব বলেছেন: শুভ কামনা

২২| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১০

জিনিয়া_ইসলাম বলেছেন: বাংলা সিনে্মার সুদিন বঝি আসছে

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

হাসান মুহিব বলেছেন: আমার ও তাই মনে হচ্ছে

২৩| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

লিন্‌কিন পার্ক বলেছেন:
The Terrorist এর নায়ক কে এইটা?

২৪| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: চমৎকার পোষ্ট। বাংলা ছবির জন্য একই বছরটি সফলতার হোক।

২৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩০

রিফাত হাসান০২২৮ বলেছেন: দিকভ্রান্ত*পথিক বলেছেন: ১,৫,৬,৮,৯,১০,১২,১৩ ভালো হবে মনে হচ্ছে, বাংলা ভালো মুভিগুলো দেখার অভ্যাস করছি। বাংলা চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে দেখে খুবই খুশি হলাম, এমন আর দুই তিন বছর চললেই ভারতীয় বাংলা সিনেমা একদম নাই হয়ে যাবে আমাদের দেশের... তখন তো সোনায় সোহাগা


পুস্টে পিলাচ ++++

২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪২

হাসান মুহিব বলেছেন: সফলতার বছর

২৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৪

স্বপনবাজ বলেছেন: ঢালিউড ২০১৩ এর জন্য শুভকামনা ||

২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৩

হাসান মুহিব বলেছেন: শুভকামনা ফর ঢালিউড

২৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৩

একজন ঘূণপোকা বলেছেন: লেখক বলেছেন: আমার অ তাই মনে হয়। আশা করি আমারাও ১০০ কোটি কামাই করবো















insallah

২৪ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪১

হাসান মুহিব বলেছেন: ঠিক ধরসেন ব্যাপার টা

২৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

এপসাইন বলেছেন: ামি সব ভালো গুলা ডেখবো :)

২৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৬

সংকেত মাহমুদ বলেছেন: ১/ টেলিভিশন
১৩/টু বি কন্টিনিউড"
৩/দেহরক্ষী :
৫/গেইম
৬/"The Terrorist"
১২/ না মানুষ এই কটা দেখমু ।

আর আরেফিন রুমি চলচিত্ররে কি দেয় সেইটা দেখার জন্য / পূর্ণ দৈর্ঘ্য প্রেম কাহিনীঃ দেখমু

৩০| ২৫ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৩

রাতুল রেজা বলেছেন: পোস্টার গুলো দারুন হয়েছে, আশা করি মুভি গুলা পোস্টারের মতই হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.