নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আমার আটলান্টিকের জল পরী

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৫





আমার আটলান্টিকের জল পরী

তুমি এসে ছিলে এই হৃদয় মাঝে

পূর্ণিমার কোনও জল জোছনায়

জল তরঙ্গের কোনও ঊর্মি মালায়

ভালবাসার নীল আবেশ নিয়ে।



এঁকেছিলে স্বপ্ন রঙধনুর খেয়ালি রঙে

বলে ছিলে কথা নয়নে নয়নে সংগোপনে

স্নিগ্ধ কোমল বাতায়নে চুপিসারে আনমনে



আবছা সন্ধ্যা মালতীর মেঘ মালায়

সুখ পরশ ছুঁয়ে ছিলে ফেরারি আমায়

প্রানের বাঁধনে বেঁধে ছিলাম তোমায়

আবেগী স্পরশিত বোকা ভালবাসায় ।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অনেক ভাল লাগল।

৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৭

হাসান মুহিব বলেছেন: ইহার প্রসব বেদনা যে কতো কষ্টের তাহা উপলব্ধি করিতে করিতে রাত্রি পার হইয়া গেলো। তবে মাঝে মাঝে কাব্য রচনার প্রসব বেদনা উঠিয়া যায় ইহার নিমিত্তে ।

আপনার এই অনুপ্রেরনা আমার আগামী প্রসব বেদনার কষ্ট লাগব করিতে সহায় হইবে।

আপনাকে ধন্যবাদ ।

২| ৩১ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১০

অন্ধকারের রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে ! :)
+++++

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

৩| ৩১ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৩০

মায়াবী ছায়া বলেছেন: দারুণ,,,,,,+++

৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৭

হাসান মুহিব বলেছেন: :) :) :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪২

আজ আমি কোথাও যাবো না বলেছেন: অনেক ভাল লাগলো! ++

৩১ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫২

হাসান মুহিব বলেছেন: আমি উৎসাহিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.