![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাও। আমাদের দেশের নাম পর্যন্ত গিনেস বুকে উঠেছে বেশ কয়েকবার।
*২০১১ সালের ২২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গণমাধ্যম ও জনতার উপস্থিতিতে ১৫.২ কিলোমিটার তিনি পায়ে হেটে পাড়ি দেন ফুটবল মাথায় নিয়ে, সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রম করার রেকর্ডটি এখন আব্দুল হালিম এর !
* সবচেয়ে পাতলা জাতি : আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০ দশমিক ৫ কেজি। আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪কেজি। বিএমআই (বডি মাস ইনডেঙ্) সূচকের এই হিসাবঅনুযায়ী, আমরাই বিশ্বেরসবচেয়ে পাতলা জাতি। আরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ।
* এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে : নরেন্দ্রনাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ওরাধা রানী রায়ের পাঁচ ছেলে। তাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড।
* হাত ধোয়ার রেকর্ড : ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষ। ইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে।
* সর্বাধিক ঘনত্বের দেশ: আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষ।বিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না।
* সবচেয়ে বড় শিলা : ১৯৮৭ সালে গোপালগঞ্জে একভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের। বিশ্বের কোথাও এতওজনের শিলাপাত হয়নি। সেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ।
* সবচেয়ে বড় উপসাগর : বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটার। এটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর।
* মুক্তিপণ আদায় : ১৯৭৭ সালের ২ অক্টোবর জাপান এয়ারলাইননের ডিসি-৮ বিমানটি অপহরণ করে নামানো হয়েছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দরে। বিমানে জিম্মি করা হয়েছিল ৩৮ জনকে। ছয় মিলিয়ন মার্কিন ডলার এবং দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে মুক্তির বিনিময়ে অপহরণকারীরা বন্দি যাত্রীদের মুক্তি দিয়েছিল। এটাই মুক্তিপণ আদায়ের সর্বোচ্চ রেকর্ড।
* বিশ্বের সবচেয়ে বড় ব্যাট : বিশ্বের সবচেয়েবড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এইব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন।
* সুপার গ্র্যান্ড ফাদার : বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার। ১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি।
* টেবিল টেনিসে বিশ্বরেকর্ড : আমাদের দেশের জোবেরা রহমান লীনুজাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে।
* সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন : খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতেবানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইন। এটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহারকরা পিনের সংখ্যা ২৭ হাজার। মজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবেরখরচ হয়েছে মাত্র ২৭০ টাকা
*একক এ্যালবামের বিশ্বরেকর্ডঃ বাংলাদেশের দুই কণ্ঠশিল্পী মমতাজ ও ইভা রহমান যথাক্রমে একক অডিও ও ভিডিও অ্যালবাম রিলিজের রেকর্ড করেছেন।।
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
হাসান মুহিব বলেছেন: হ , ভাই মদনা .।.।।
২| ০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:০০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: Hat dhoa diboser kotha moe ase. Residential Clg e onek moja koresilam.
০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩১
হাসান মুহিব বলেছেন:
৩| ০৫ ই মার্চ, ২০১৩ রাত ৯:৩৫
Kawsar banggalii007 বলেছেন: আসলেই আমরা পাতলা জাতি।পোস্টের জন্য ধন্যবাদ।
১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১১
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ।
৪| ১২ ই মার্চ, ২০১৩ রাত ১:১৯
মাহবু১৫৪ বলেছেন: ভাল পোস্ট
জানার আছে অনেক কিছুই
++++++
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ মাহবু
৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯
অনন্ত আরেফিন বলেছেন: অনেকগুলো সম্বন্ধেই জানতাম না! ++
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩
হাসান মুহিব বলেছেন: তাই নাকি;; তাহলে তো জানাতে পেরে ভালো হইছে
৬| ২২ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫০
আমি তুমি আমরা বলেছেন:
জানার আছে অনেক কিছুই।পোস্টের জন্য ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ।
২২ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪৫
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা মার্চ, ২০১৩ রাত ১১:৪১
মদন বলেছেন: শেষেরটা কি গ্রিনিচ এ রেকর্ডকৃত???????