নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

জানার আছে অনেক কিছু

০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:৫৭

#পৃথিবীতে মাত্র দুইজন লোক কোকা কোলার

রেসিপি জানে।

#গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিএমডব্লিউকে তাদের

জিপিএস সিস্টেম ঢেলে সাজাতে হয়েছিল কারন

জার্মান পুরুষেরা একজন মহিলার আদেশ পালন

করতে রাজি ছিলেননা।

#গুগল আসলে নিজেদের অ্যন্ড্রয়েড এর

থেকে অ্যপলেরআইওএস এর মাধ্যমে অধিক আয়

করে।

#গড়পিছু আমেরিকান বছরে ৫৬গ্যালন কার্বনেট

পানীয় পানকরে।

#যুক্তরাষ্ট্রে বুধবারে অন্যান্য যেকোনো দিনের

তুলনায় অধিক বাচ্চা জন্ম নেয়।

#অরিজিনাল টাইটানিক সিনেমা তৈরিতে যত

টাকা খরচ হয়েছিল তাতে ৩০ টা টাইটানিক মানের

জাহাজ তৈরি করা যেত।

#আইনস্টাইন মনে করতেন

যদি পৃথিবী থেকে মৌমাছি বিলুপ্ত হয়ে যায়

তবে মানবজাতির অস্তিত্য চার বছরেই হুমকির

মুখে পড়বে।

#50% এরও বেশি আমেরিকান জানেনা সূর্য

একটি নক্ষত্র আর পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে।

# ভারতে অর্ধেকেরও বেশি লোক সেলফোন ব্যবহার

করে আর সেখানেই অর্ধেকেরই বেশি লোক টয়লেট

ব্যবহার করেনা।

#পৃথিবীতে মাথায় নারকেল পড়ে যত মানুষ মারা যায়

তা হাঙরের আক্রমনেও যায়না।

#স্ত্রী বোঝাতে ব্যবহৃত স্প্যানিশ শব্দ esposaএর

আরেক অর্থ হল হাতকরা।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:০৬

লেজ কাটা শেয়াল বলেছেন: অনেক কিছু

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৫

হাসান মুহিব বলেছেন: অনেক বাকি

২| ০৬ ই মার্চ, ২০১৩ রাত ৯:১০

বোকামন বলেছেন: ++

০৬ ই মার্চ, ২০১৩ রাত ১১:১৬

হাসান মুহিব বলেছেন: B-) B-)

৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৯:০১

কসমিক- ট্রাভেলার বলেছেন: সত্যি তো
+++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.