![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নানান ব্যাসতোতার মধ্যে অনেক দিন যাবদ টক শো দেখা হয় নি। আজ কি যেন মনে করে টিভি দেখতে বসলাম আর তখনি আমার অনেক দিনের শখের এক রাজনিতিবিদের আলোচনা শুনলাম; তিনি হলেন আমাদের সকলের প্রিয় প্রাক্তন রাষ্টপতি, আসাধারন রোমান্টিক কবি, "লে জে হু ম এরশাদ "। অনেক এঞ্জয় করলাম। উনার মুখ থেকে অনেক সত্যি বাক্য এবং উনার অনেক ভুলের কথা স্বীকার করলেন। ভালো লাগলো।
কিন্তু অনেক, অনেক কিছুই স্পষ্ট করে বলতে পারেন নি। আবার অনেক প্রশ্নের উত্তর ও দিতে পারেন নি। যাই হোক, একটা টা জিনিস স্পস্ট এই যে, উনি অনেক না পাওয়ার বেদনায় এখনও কষ্ট পেয়ে আছেন। সবাই উনাকে ইউস করেসে এটা উনি স্বীকার করলেন।
যারা যারা আজ এই অনুষ্ঠান টা দেখছেন , তারা তো মনে হয় মহা খুশি। আর যারা দেখেন নাই, ব্যাপার না; আর কিছুক্ষন পরই ফেসবুক, ব্লগ থেকে শুরু সব জায়গায় সবাই উনার আলোচনার চুল-চেরা বিশ্লেষণ করা শুরু করবেন। শুরু হয়ে যাবে এক পক্ষ, আরেক পক্ষ । ভালই তো হবে, অনেক মন্তব্য পরা যাবে। তবে এটা ঠিক উনি এখনও দেশের রাজনীতির ক্ষেত্রে একটা ভাইটাল ফ্যাক্টর।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২
হাসান মুহিব বলেছেন: কবিরা সরল এবং আবেগিই হয় সাধারণত
২| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫২
হাসান মুহিব বলেছেন: আপনেও বুঝি , দেখসেন
৩| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫০
রিওমারে বলেছেন: রাজনৈতিক অঙ্গনের খানকি বললে কমই বলা হবে।।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৫৩
হাসান মুহিব বলেছেন: ছি , এভাবে বলবেন না।
৪| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০১
বাকাট্টা বলেছেন: এরশাদ কাকার বক্তব্য শুনলাম "একুশে রাতে" অনুষ্ঠানে। বেচারাকে নাকি সবাই ব্যবহার করেছে :-( এত ব্যবহার হন কেন কাকু?????? ইমান ঠিক করেন।
১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
হাসান মুহিব বলেছেন: শুনেন, ব্যাবহারই বংশের পরিচয়
৫| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
বাংলার হাসান বলেছেন: তবে এটা ঠিক উনি এখনও দেশের রাজনীতির ক্ষেত্রে একটা ভাইটাল ফ্যাক্টর।
বাকাট্টা বলেছেন: এরশাদ কাকার বক্তব্য শুনলাম "একুশে রাতে" অনুষ্ঠানে। বেচারাকে নাকি সবাই ব্যবহার করেছে :-( এত ব্যবহার হন কেন কাকু?????? ইমান ঠিক করেন।
৬| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:০৮
হাসান মুহিব বলেছেন: আর লেখক বলেছেন: শুনেন, ব্যাবহারই বংশের পরিচয়
৭| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:২৫
বিশ্বাস করি 1971-এ বলেছেন: আহারে এরশাদ কাগু।আন্নার পিছন মনে অয় মারি লাল করি হালাইচ্চে। হাগত হারণ নি ঠিকমত? আন্নে লাল পুয়া হ্যাতা জাইনতাম ন! হ্যাত্যায় আন্নেরে এবায় ব্যাইজ্জত কইল্লো! কি দুনিয়া কাগু!
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২২
হাসান মুহিব বলেছেন:
৮| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ২:৪৭
ইয়েন বলেছেন: এই অনুষ্ঠানের রিপ্লে কি আবার দেখাবে? অথবা ভিডিও লিন্ক থাকলে আরও ভাল হয়
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৬
হাসান মুহিব বলেছেন: অবশ্যই রেপ্ল্য দেখতে পাবেন
৯| ১৭ ই মার্চ, ২০১৩ সকাল ১১:১৮
প্রসন্ন প্রহর. বলেছেন: Amio rate dheklm. Kisu ojana jana galo
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:২৭
হাসান মুহিব বলেছেন: আর কিছু না পাওার বেদনার কথা
১০| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:০৯
বুইড়া বলেছেন: বস অনুষ্ঠানটার কোন লিঙ্ক থাকলে শেয়ার করেন।
১১| ১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:১৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: অনেক এঞ্জয় করলাম। উনার মুখ থেকে অনেক সত্যি বাক্য এবং উনার অনেক ভুলের কথা স্বীকার করলেন। ভালো লাগলো।
কিন্তু অনেক, অনেক কিছুই স্পষ্ট করে বলতে পারেন নি। আবার অনেক প্রশ্নের উত্তর ও দিতে পারেন নি। যাই হোক, একটা টা জিনিস স্পস্ট এই যে, উনি অনেক না পাওয়ার বেদনায় এখনও কষ্ট পেয়ে আছেন। সবাই উনাকে ইউস করেসে এটা উনি স্বীকার করলেন।
তবে ক্লিনটনের মতো রোমান্টিকতা নিয়া একখান ক্যামা চাইলে পাবলিক আরো বেশি খুশি হইতো
কিন্তু সমস্যা ছিল একনো দেখেন কোন ষ্ট্রান্ড পরিস্কার করেন নি।
অথচ উনি যদি শক্ত একটা ষ্ট্যান্ড নেন অন্য কারো কাছ থেকে পাবার আশা নয় বরং উনিই কাউকে কাউকে দেবার ক্ষমতাও পেয়ে যাবেন।
অথচ! কবি আবারও যেন মারা খাওয়ার অপেক্ষায়
১৭ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৩২
হাসান মুহিব বলেছেন: বিদ্রোহী , আমি সহমত আপনার সাথে
©somewhere in net ltd.
১|
১৭ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৭
শিপন মোল্লা বলেছেন: আমিও দেখছি , উনাকে আমার কেন যেন মাঝে মাঝে সরলই মনে হয়েছে।