নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"

১৭ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪

আমি যখন ছোট ছিলাম খেলতে যেতেম মেঘের দলে,

একদিন এক মেঘবালিকা, প্রশ্ন করলো কৌতুহলে- "এই ছেলেটা নাম কি রে তোর??"

আমি বললেম, "ফুসমন্তর"

মেঘবালিকা রেগেই আগুন- "মিথ্যে কথা, নাম কি ওমন হয় কখনো??"

আমি বললেম, "নিশ্চই হয়, আগে আমার গল্প শোন!!"

সে বললো, "শুনব না যা-"

"সেই তো রাণী, সেই তো রাজা-"

"সেই তো একই ঢাল-তলোয়ার"

"সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে"

"শুনব না যা ওসব বাজে"

আমি বললেম, "উম্‌ তোমার জন্যে নতুন করে লিখব তবে!"

সে বললো, "সত্যি লিখবি??"

"বেশ! তাহলে মস্ত করে লিখতে হবে!" "মনে থাকবে?

লিখে কিন্তু আমায় দিবি"

আমি বললেম:

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"।-

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"।

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"।

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"।

"তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী"



"মেঘবালিকার জন্য রূপকথা" - জয় গোস্বামী

মন্তব্য ১ টি রেটিং +২/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৩ রাত ৮:৩০

শায়মা বলেছেন: প্রিয় কবিতা!:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.