নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

একটা বেহালা কিনতে চাই । কেউ কি তথ্য দিয়ে সাহায্য করতে পারেন -----

২১ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৮

অনেক দিন যাবত বেহালা বাজানোর খুব শখ ছিল। সেই কলেজ জীবন থেকে, যখন সায়েন্স ল্যাব এর মোড়ে গিটার এবং অন্যান্য ইন্সট্রুমেন্ট দেখতাম। কিন্তু তখন সাধ ছিল, সাধ্য ছিল না । আর যখন শিক্ষা জীবন শেষ করে অন্য ভুবনে পদারপন করলাম , তখন সাধ আর সাদ্ধের মাঝে সময়ের খুব অভাব ছিল।



আজ সব কিছুর মাঝে সময় বের করার চেষ্টা । তাই বেহালা নামক যন্ত্র কিনার ইচ্ছে প্রকাশ করছি। কেউ যদি তথ্য দিয়ে সাহায্য করতেন। কি রকম বেহালা কিনব? কি রকম দাম পরবে? কোথা থেকে শিক্ষা গ্রহন করা যায়? যাবতীয় তথ্য.।.।.।.।.।.।.।.।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৪

নামহীন অনিরীত বলেছেন: ভাল বেহালার অনেক দাম , মিনিমাম ৩৫০০ টাকা পড়বে , বেহালা শেখা অনেক টাফ । কেনার আগে ওস্তাদ কে সাথে নিয়ে যান ।

২১ শে মার্চ, ২০১৩ রাত ১১:১০

হাসান মুহিব বলেছেন: ওস্তাদ বলতে তো ক্যাও নাই।। ৩৫০০ টা হইলেও কিনব। কিন্তু কিভাবে শিখব?? কথায় পাব ?? কোন ব্রান্ড এর বেহালা কিনব??

২| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৩

পথের পাঁচ . .. বলেছেন: আপনার ফোন নাম্বার টা দিয়েন
যোগাযোগ করবনি অথবা ফেসবুক লিঙ্ক

৩| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১২:৫৬

নিকোটিন বলেছেন: পথের পাঁচ . .. একা একা শিখলে ঠিক কিভাবে শেখা যেতে পারে?

৪| ২২ শে মার্চ, ২০১৩ রাত ১:৩৫

পথের পাঁচ . .. বলেছেন: আসলে একা একা শিখাটা একটু কথিন হয়ে যায়

youtube থেকে সাহায্য নিতে পারেন

৫| ১৫ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

অপ্র্রকাশিত বলেছেন: আমি ও বেহালা শিখি। ওয়াহিদ একাডেমি আফ মিউজিক।
ধানমন্ডি ৬ এ।
গুলশানেও আছে।
মাসিক ফি ২০০০/
ভর্তি ফি ২৫০০/
স্যার খুবই আন্তরিক।
যোগাযোগ করে দেখতে পারেন।
০১৯১১৩৫১৬৮২

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.