![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু জল কণা এনে আমায় দে
আমার মনটা ভিজে যাক
বুকের যতো কষ্ট ধুয়ে নষ্ট হৃদয়
একটু স্বস্তি পাক...........
আমি তো সবসময় তোমার কথা ভাবি না!!!
যখন বৃষ্টি হয় -তখন ভাবি।
আর যখন বৃষ্টি হয় না, তখন ভাবি।
শ্রেফ দুইবার।
একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি
কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স।
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না।.........
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদে ।
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৬
হাসান মুহিব বলেছেন: আরমান, আমারও ভালো লাগলো। আপনার ভাল লাগসে তাই।
২| ২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৭
আজ আমি কোথাও যাবো না বলেছেন: ভাল লাগলো। +++++++++
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫১
হাসান মুহিব বলেছেন: আজ আমিও কোথাও যাবো না । শুধু একলা ঘরে বসে থাকবো
৩| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
নূর আদনান বলেছেন: +++++
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫২
হাসান মুহিব বলেছেন: ধন্য জনাব।
৪| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯
ফুনসুখ ওয়াংড়ু বলেছেন: ভাল লাগলো।শিরোনাম এর জেমস এর গাওয়া গান টার লিনক কারো কাছে থাকলে একটু কষ্ট করে দিয়ে বাধিত করবেন।
৫| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:১১
আরজু পনি বলেছেন:
শুধুই তুমি...
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৫
হাসান মুহিব বলেছেন: হুম, শুধুই তোমাকে
৬| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২২
শের শায়রী বলেছেন: যখন বৃষ্টি হয় -তখন ভাবি।
আর যখন বৃষ্টি হয় না, তখন ভাবি।
শ্রেফ দুইবার।
আমার চিন্তায় তোমার চেতনা অবিরাম।
ভাল লাগা
২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৭
হাসান মুহিব বলেছেন: শ্রেফ দুইবার।
৭| ২৩ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:২৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৯
হাসান মুহিব বলেছেন: স্বর্ণাপু, আপনার হাতে এতো কদম ফুল কেন??
৯| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:০৩
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমার হাতে এত কদম ফুল কেন?
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫১
হাসান মুহিব বলেছেন: আপনার হাতে আসলেই কদম ফুল কেন???
১০| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:১৮
স্বপনবাজ বলেছেন: ++++
২৪ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
হাসান মুহিব বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৩ বিকাল ৫:৫৪
একজন আরমান বলেছেন:
ভালো লাগলো।