নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৯





ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা

ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা

এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি

সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে

তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ

ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি

আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভেচ্ছা।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

হাসান মুহিব বলেছেন: হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:১৪

আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২২

হাসান মুহিব বলেছেন: এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি

হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৭

পরিবেশ বন্ধু বলেছেন: সকল দেশের সেরা
আমার জন্মভুমি
জাগ্রত বাঙ্গালীর
অজেয় স্বাধীনতা তুমি
শুভেচ্ছা

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৬

হাসান মুহিব বলেছেন: আমার সোনার বাংলা, আমি তোমায় ভালো বাসি
প্রানের প্রিয় বাংলা তোকে বড় বেশি ভালো বাসি


----------স্বাধীনতা দিবসের শুভেচ্ছা , পরিবেশ বন্ধু

৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৩

শান্তা273 বলেছেন: সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

২৬ শে মার্চ, ২০১৩ রাত ১২:৩৯

হাসান মুহিব বলেছেন: সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।।

হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে

৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ১:৩০

হাসান মুহিব বলেছেন: স্বাধীনতা মানে বঙ্গবন্ধু, রবি ঠাকুরের `ফাগুনদিনের বকুলচাঁপা, শ্রাবণদিনের কেয়া`।
স্বাধীনতা কবি নজরুলের `অসঙ্কোচ প্রকাশের দুরন্ত সাহস`,
শামসুর রাহমানের অবিনাশী কবিতা-`পিতার কোমল জায়নামাজের উদার জমিন।`
স্বাধীনতা তো ভোরের পাখি, অরুণআলোর খেয়া,
`পাতায় পাতায় টুপুর টুপুর নূপুর মধুর বাজে`

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.