নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

সময়ের সমান্তরাল রেখা

২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:১২



সময় ২.২২ ঃ

বৃষ্টিস্নাত রাত , হাতে জ্বলন্ত ছিগারেট -একটার পর একটা জ্বলছে; হালকা ভলিউমে গান চলছে " এই বৃষ্টি ভেজা রাতে তুমি নেই বলে, সময় আমার কাটে না, চাঁদ কেনো আলো দেয়না, পাখি কেন গান গায় না, তারা কেন পথ দেখায় না, তুমি কেন কাছে আসোনা......................"



সময় এমনি কোন এক রাতের আধারিঃ



রুম নাম্বার ২৪৬; মিডিয়া প্লেয়ার এ চলছে একই সুরে , একই আবেগে , কেউ একজন হেড ফোন কানে দিয়ে ঘুমের দেশে, আরেক জন পড়ার টেবিলে নোটের পাতা উলটে পালটে দেখছে , একজন মোবাইল ফোনে এমন ভাবে কথা বলছে যে, হয় সে গান সুঞ্ছে নতুবা গান টা শুনাচ্ছে ! টেবিল লাইটের আলো আধেক

রুমটা কে আলোকিত করে রাখছে. কিন্তু গানের মায়াবি আবেগ টা শেষ হচ্ছে না; হয়তবা কখনই শেষ হবার নয়।



আজও সেই বৃষ্টি, সেই জ্বলন্ত ছিগারেট, আধো আলোর বিচ্ছুরণ। শুধু নেই মানুষ গুলো ,নেই সেই মাকড়শার জালে ছেয়ে যাওয়া সাদা দেয়াল; দেয়ালের গায়ে অসংখ্য সৃতির আর্তনাদ।



সময়ের সমান্তরাল রেখা টানার অক্লান্ত চেষ্টা । দীর্ঘ রাত শেষ হচ্ছে না , অনেক বড্ড বড় লাগছে-------- --------------"তারা তোমাকেই চায় , হেসে তুমি কেন আসোনা , হৃদয়ের যত অনুভুতি আছে,

তারা তোমাকে চায় , তারা তোমাকে চায়"

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫০

ফালতু বালক বলেছেন: আজও সেই বৃষ্টি, সেই জ্বলন্ত ছিগারেট, আধো আলোর বিচ্ছুরণ। শুধু নেই মানুষ গুলো ,নেই সেই মাকড়শার জালে ছেয়ে যাওয়া সাদা দেয়াল; দেয়ালের গায়ে অসংখ্য সৃতির আর্তনাদ।

মাঝে মাঝে মনে হয় সময় নামক কয়েক মূহুর্তের জন্য হলেও পিছনে নিয়ে আসি।

ভালো লাগ্লো হাসান ভাই।

২৯ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৮

হাসান মুহিব বলেছেন: বালক, ঠিক । কিন্তু ভালো যে লাগাতেই হবে; এর কোন বিকল্প পথ তো আর বের হইনি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.