![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যাইনি তবু হারাবার প্রাণান্ত ইচ্ছে
জানি, আকাঙ্ক্ষা আর হতাশায় হারিয়ে যাওয়ার
কোনো মানে নেই, কোনো মানে নেই ।
নিবিড় ঘরে আধোআলো বিশ্বাসে
বুকের গভীরে কার যেনও ডাক আসে
যদি কোনোদিন ঝরেঝরে যায় অন্ধকার
ভালোবাসা ধুয়ে দেয় গোটা মুখ আমার।
দুচোখে স্বপ্ন ভরে দিয়ে যায় কেউ
যদি কোনোদিন অটুট বিশ্বাসে
যদি কোনোদিন যদি কোনোদিন
যদি কোনোদিন যদি কোনোদিন----------------------------
যদি কোন দিন ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না।
পারলে ক্ষমা করে দিও আমায় , জানি দেখা হবেনা কভু
তবুও যদি কোনোদিন, যদি কোনোদিন ,যদি কোনোদিন
দেখা হয়ে যায় কোন ভিড়ের মাঝে, তুমি ক্ষমা করে দিও আমায় ।
তুমি বলছিলে, দুঃখ নিবে দুঃখ; লাল-নীল দুঃখ
আমি হয়তবা সুখের ভেলায় তোমাকে ভাসাতে চেয়েছিলাম
ভুল ছিল আমার সেই চাওয়া , হয়তবা,
হয়তবা ভুলের মধ্যে করেছিলাম বসবাস ।
যদি কোনোদিন যদি কোনোদিন
যদি কোন দিন ভুল হয়ে যায়, তুমি অপরাধ নিও না।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২২
হাসান মুহিব বলেছেন: দেখা হয়ে যায় কোন ভিড়ের মাঝে, তুমি ক্ষমা করে দিও আমায় ।
২| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ১:১৫
পেন্সিল স্কেচ বলেছেন: আমার একটা প্রিয় গান +++++++++++++
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৪
হাসান মুহিব বলেছেন: আমারোো
৩| ৩১ শে মার্চ, ২০১৩ রাত ২:০৯
ফজলে আজিজ রিয়াদ বলেছেন: প্রিয় গান।
০৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৮
হাসান মুহিব বলেছেন: গান টা একটু গান না
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৩
কালোপরী বলেছেন: আচ্ছা অপরাধ নিলাম না