নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আসুন, সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করি।

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫১

তোমার যদি ফ্রিজে খাবার থাকে, গায়ে কাপড় থাকে, মাথার ওপর ছাদ থাকে, রাত্তিরে ঘুমোবার জন্য জায়গা থাকে --- বুঝবে, গোটা পৃথিবীর ৭৫% লোকের চেয়ে তুমি ধনী।



তোমার পকেটে যদি কিছু টাকা থাকে, কিছু ভাংতি থাকে আর তুমি তোমার মনমত যেখানে খুশি যেতে পার --- বুঝবে তুমি গোটা পৃথিবীর ১৮% বিত্তশালীদের একজন।



তুমি যদি সুস্থ-সবল-নিরোগ শরীর নিয়ে আজকের দিনটা বাঁচতে পার --- তাহলে বুঝবে তুমি পৃথিবীর সেই ১০ লক্ষ লোকের চাইতে সুখী

যারা আগামীকাল বা আগামী সপ্তাহের মধ্যেই মারা যাবে।



তুমি যদি আমার এই বার্তাটা পড়তে পার এবং এর অর্থও বুঝতে পার --- তারমানে তুমি সেই ৩০ লক্ষ মানুষের চেয়ে ভাগ্যবান যারা চোখে দেখতে পায় না বা মানসিক সমস্যায় ভোগে।



জীবনটা পাওয়া না পাওয়ার হিসেব মিলাবার স্থান নয়, অহেতুক অভিযোগের সময়কাল নয়। হাজারটা কারণে তোমার উচিত তোমার সৃষ্টিকর্তার ওপর কৃতজ্ঞ হওয়া। আসুন, আজ যে আমরা মানবজীবন লাভ করেছি, স্বাভাবিক জীবনযাপন করছি, এজন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জ্ঞাপন করি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬

সুহৃদ আকবর বলেছেন: ভালো লিখেছেন।

২| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯

ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল!

৩| ০৯ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৭

দিশার বলেছেন: yah lets thank god . বাকি ৭৫% মানুষ কাকে থাঙ্কস দিচ্ছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.