![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক হালি ইলিশ মাছের দাম ৩২ হাজার টাকা !!!!!!!!!!!
এবার তো বিড়াল সম্প্রদায় মহাখুশি । দামী দামী ইলিশ কাটা খাবে, ভাবই অন্যরকম এর জন্য তারা অলরেডি ডেন্টিস্ট এর শরণাপন্ন হয়েছে আবার কেউ কেউ ফরেন ডেন্টিস্ট এর সাথে টেলি কনফেরেন্সে বসেছে ..... ..... .... .... ...
জছিলা একটি আইডিয়া ঃ
"পয়লা বৈশাখে ইলিশ মাছের দাম বেশি এইটা লইয়া এত চিন্তার কি আছে? রুপায় গয়না যেমন সোনার পানি দিয়া ধোয়া হয় সেইরকম ইলিশ মাছ ধোয়া পানি দিয়া সিলভার কার্প ধুইয়া খাইলেই হয়।"
ইলিশ ও কপিলা :
ইলিশ মাছের দাম নাকি পার পিস ৫০০০ টাকা। আরে ঐ টাকা দিয়া নৌকা কেন তারপর চল গিয়া মাছ ধইরা আনি। আর ফিরার সময় যদি কেউ কয়," আমারে নিবা মাঝি" তাইলে লাথি দিয়া ফালায় দিয়া আমু। কপিলা, দূরে গিয়া মর।
"পান্তা-মরিচ" ঃ
এক ফেবু বন্ধুর সাথে কথা বলছি ইলিশ নিয়ে। ও বলছিলো - দেখেন,এক মন ইলিশ এর দাম লাখ টাকা ; আর বৈশাখ এলে এর দাম আরও অনেক গুন বেড়ে যায় । এর মধ্যে আবার ইলিশ রপ্তানি হয়। সব মিলে যেন সোনার হরিন। তাই যদি আমরা ওই দিন পান্তা-ইলিশ না খেয়ে , পান্তা-মরিচ খাই; .।।। কেমন হবে বলেন তো । আর সারা বছর তো ইলিশ পাওয়া যায় তাহলে অন্তত কিছুটা ইলিশ বাঁচবে ।
আমি এই কথা শুনে খুব অশ্রু সজল হয়ে পরলাম। ভেবে দেখলাম কথাটা কতো অর্থবহ। আর আমাদের এই গরিব দেশের এখন অনেক পরিবার "পান্তা- মরিচ" খেয়ে বেঁচে থাকে । আর আমরা এক দিন আসলে পান্তা খাওয়ার জন্য পাগল হয়ে যাই।
বিষয়টাকে একটু ভেবে দেখুন না ......................
(* উপরের তিন স্ট্যাটাস ফেবু থেকে সংগৃহীত )
২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
পাকাচুল বলেছেন:
৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৪
হাসান মুহিব বলেছেন: ভাইরে, ইলিশ খাওয়া ছেরে দিতে হবে; শুধু খাবো কাটাকুটি
৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২০
গোবর গণেশ বলেছেন: পুরো চৈত্র মাস জুড়ে প্রতি পিস ছোট ইলিশ ৫,০০,০০০০ টাকা আর প্রতি বড় একপিস ইলিশ ১০,০০,০০০ টাকা হওয়া উচিত। আমার অনেক টাকা আছে আমি ইলিশ কিনবই, যতো টাকাই লাগুক। শালার ফকিন্নি বস্তি সব মরুক। আমি একলা খামু।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৯
পাকাচুল বলেছেন: