![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বন্ধু মানে নীল সাগরে উছলে পড়া ঢেউ
বন্ধু মানে আপন করে খুঁজে নেয়া কেউ ।
বন্ধু মানে দূরে গিয়েও ; থাকা কাছাকাছি
সকাল বিকেল জানিয়ে দেয়া " বন্ধু আমি আছি"
আমার প্রিয় সামুর সকল বন্ধুদের কে জানাই নতুন বাংলা নব বর্ষের রক্তিম, বিপ্লবী শুভেচ্ছা।
জয় হোক সত্যর
জয় হোক সামুর
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮
হাসান মুহিব বলেছেন: আপনাকে পান্তা-ইলিশের শুভেচ্ছা
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২
তুন্না বলেছেন: আপনাকে নব বর্ষের শুভেচ্ছা রইলো..........