নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আসুন জেনে নেই বাংলা বারো মাসের নামকরণ কিভাবে হলো

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩১

বঙ্গাব্দের বারো মাসের নামকরণ করা হযেছে নক্ষত্রমন্ডলে চন্দ্রের আবর্তনে বিশেষ তারার অবস্থানের উপর ভিত্তি করে । এই নাম সমূহ গৃহীত হয়েছে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক প্রাচীন গ্রন্থ "সূর্যসিদ্ধান্ত" থেকে।বাংলা মাসের এই নামগুলি হচ্ছে -



বৈশাখ - বিশাখা নক্ষত্রের নাম অনুসারে

জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা নক্ষত্রের নাম অনুসারে

আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া নক্ষত্রের নাম অনুসারে

শ্রাবণ - শ্রবণা নক্ষত্রের নাম অনুসারে

ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের নাম অনুসারে

আশ্বিন - অশ্বিনী নক্ষত্রের নাম অনুসারে

কার্তিক - কৃত্তিকা নক্ষত্রের নাম অনুসারে

অগ্রহায়ণ(মার্গশীর্ষ) - মৃগশিরা নক্ষত্রের নাম অনুসারে

পৌষ - পুষ্যা নক্ষত্রের নাম অনুসারে

মাঘ - মঘা নক্ষত্রের নাম অনুসারে

ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে

চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম অনুসারে



মন্তব্য ২২ টি রেটিং +৭/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

আমি কবি নই বলেছেন: ভালো লাগলো। ++

১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

২| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৮

দিশার বলেছেন: সুন্দর পোস্ট। +

৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪৯

হাসান মুহিব বলেছেন: :)

৪| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫২

অথৈ সাগর বলেছেন: জ্ঞ্যান বাড়িয়ে গেলাম। ++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৭

হাসান মুহিব বলেছেন: জ্ঞানের যে নাই সীমানা

৫| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০২

বিডি আমিনুর বলেছেন: ভালো লাগলো ++ + +

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:১৮

হাসান মুহিব বলেছেন: খুব খুশি হলা জেনে

৬| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪

সোহরাব হোসাইন বলেছেন: ভাল লাগল । আরো একটু বাস্তারিত করলে আরো ভাল লাগত । +++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২১

হাসান মুহিব বলেছেন: পরবর্তীতে আরও লিখবো

৭| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২৫

রুদ্র মানব বলেছেন: চমৎকার B-) B-) B-)

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:৩১

হাসান মুহিব বলেছেন: থানকস

৮| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩১

লুবনা ইয়াসমিন বলেছেন: দারুন।

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৩

হাসান মুহিব বলেছেন: শুভ নববর্ষ

৯| ১৪ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৫

অন্তহীন বালক বলেছেন: +++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:০৪

হাসান মুহিব বলেছেন: ;) ;) ;) ;) ;)

১০| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯

সোনালী ডানার চিল বলেছেন:
++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

হাসান মুহিব বলেছেন: ঠাঙ্কু

১১| ১৪ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

পেন্সিল চোর বলেছেন: ভালো লাগলো পেন্সিল চোরের কাছে। শুভ নববর্ষ ।
+++++++++++++++++

১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৩

হাসান মুহিব বলেছেন: তাই তো বলি আমার পেন্সিল টা কে চুরি করলো!!!! :P :P :P :P :P

১২| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৩

স্নিগ্ধ শোভন বলেছেন:

পোস্টে +++++++++++++++++++

শুভ নববর্ষ!!!!

১৩| ১৪ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

হাসান মুহিব বলেছেন: শুভ নববর্ষ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.