নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আর কতো এভাবে লাশ হব হে, অধিপতি ?

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩০

আর কতো এভাবে লাশ হব হে, অধিপতি !!

মৃত্যু কুপের মধ্যে রেখেসো কেন আমায়??



অগ্নি দগ্ধ হয়ে কয়লা হতে হয়,গুলি খেয়ে নর্দমার ড্রেনে পড়ে থাকতে হয়

চিনতেও পারেনা প্রিয় মানুষ গুলো আমাকে ।

লঞ্চ ডুবিতে মরি মাঝ-নদীর বুকে

ফুলে ফেপে উঠে আমার নিথর দেহ

কুকুর-শকুন ছিন্ন ভিন্ন করে রক্ত-মাংশের পিণ্ডখানা

আর কত এভাবে লাশ হব হে, অধিপতি??



গাড়ি চাপায় মস্তক বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে পিচ ঢালা রাজপথে

শুধু থেকে যায় ছোপ- ছোপ রক্তের দাগ ।

সুউচ্চ ইমারতের সমস্ত ভার এসে পড়ে আমার মাথার উপর,

হাড়-গোর সব হয়ে যায় একাকার, স্তব্ধ তখন আমার শ্বাসনালী ।

কখনওবা বস্তা বন্ধি হয়ে বিলের ধারে পড়ে থাকি নামঠিকানা বিহীন

আর কতো এভাবে বেওয়ারিশ লাশ হব হে, অধিপতি??



কখনও চাপাতি-কিরিচের আঘাতে রক্তে রঞ্জিত হই

একসময় ঢলে পড়ি , মৃত্যুর মুখে

বুলেটের আঘাতে মারা পড়ি কখনও,

আর রাজনীতি করে ঘুনে খাওয়া রাজনীতিবিদরা

আমার নিথর দেহ পড়ে থাকে ওই ডাস্টবিনের পাশে।

আর কতো এভাবে বেওয়ারিশ লাশ হব হে অধিপতি???

আর কতো এভাবে লাশ হব হে, অধিপতি????






----------------------------------------------------উৎসর্গ : ওপারের সকলকে ; সন্ধ্যে ৭:০৪

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৪

ফারজানা শিরিন বলেছেন: : (

২| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৯

হাসান মুহিব বলেছেন: আর কতো এভাবে লাশ হব

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.