শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা
ইয়াহু, ইয়াহু------------আমরা টেস্ট জিতে গেলাম। হিপ হিপ হুররেতোরা কে কোথায় আছিস, পটকা ফাটা। বাজনা বাজা।
১| ২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আনন্দও যেন কোথায় থমকে যায়!!!!!এত খুশির পরও যেন চিৎকার গলার কাছে আটকে থাকে।বিজয়ে অভিনন্দন। ধারাবাহিকতা অটুট থাকুক। তোমাদের বিজয় উৎসগং করো সেই হতভাগাদের।
full version
©somewhere in net ltd.
১|
২৯ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪০
বিদ্রোহী ভৃগু বলেছেন: আজ আনন্দও যেন কোথায় থমকে যায়!!!!!
এত খুশির পরও যেন চিৎকার গলার কাছে আটকে থাকে।
বিজয়ে অভিনন্দন। ধারাবাহিকতা অটুট থাকুক।
তোমাদের বিজয় উৎসগং করো সেই হতভাগাদের।