নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

তারপর- সুজাতারাই রয়ে যাক এ গ্রহের সবচেয়ে সুখী প্রাণী হয়ে!

০৩ রা মে, ২০১৩ সকাল ১০:৪২



শেষমেষ সুজাতারাই সুখে থাকে।

ঠিক যেভাবে সুখে থাকে সাতটি ব্যস্ত পেয়ালা

এবং একটি পুরনো টেবিল;



দু:খবোধগুলোর ভেতর মরালিটি থাকলে সেও যেন সুখ হয়ে উঠে-

যেমনটা সুখে আছি আমি, যেভাবে সুখে আছে

পুরনো ক্যালেন্ডারের পাতারা, যেভাবে-



অমলের ক্যান্সার সুখে আছে। ভিসুজার নি:শব্দতা কিংবা

গিটারের শব্দ সুখে আছে, পাগলাগারদের দেয়ালে দেয়ালে

প্রতিধ্বনিত রমা রায়ের সুখী অভিনয়,

নিখিলেশের স্পর্শমাখা বিজ্ঞাপনের ছবিরা সুখে আছে

সুখে আছে সুখে থাকা দু:খগুলো;



অতটা সুখ আমার দরকার নেই। এ জীবন কেটে যাক

কিছুটা অভিনয়ের মিথ্যে সুখে অথবা

সুখের মিথ্যে অভিনয়ে-

শেষমেষ সুজাতারাই সুখে থাকে।

ঠিক যেভাবে সুখে থাকে সাতটি ব্যস্ত পেয়ালা

এবং একটি পুরনো টেবিল;



দু:খবোধগুলোর ভেতর মরালিটি থাকলে সেও যেন সুখ হয়ে উঠে-

যেমনটা সুখে আছি আমি, যেভাবে সুখে আছে

পুরনো ক্যালেন্ডারের পাতারা, যেভাবে-



অমলের ক্যান্সার সুখে আছে। ভিসুজার নি:শব্দতা কিংবা

গিটারের শব্দ সুখে আছে, পাগলাগারদের দেয়ালে দেয়ালে

প্রতিধ্বনিত রমা রায়ের সুখী অভিনয়,

নিখিলেশের স্পর্শমাখা বিজ্ঞাপনের ছবিরা সুখে আছে

সুখে আছে সুখে থাকা দু:খগুলো;



অতটা সুখ আমার দরকার নেই। এ জীবন কেটে যাক

কিছুটা অভিনয়ের মিথ্যে সুখে অথবা

সুখের মিথ্যে অভিনয়ে-



তারপর- সুজাতারাই রয়ে যাক এ গ্রহের সবচেয়ে সুখী প্রাণী হয়ে!

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৩ রা মে, ২০১৩ সকাল ১১:০৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: হুম সুজাতারই সব সময় সবচেয়ে সুখে থাকে। আমাদেরটা কেবল বেচে থাকা। :(

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৫

হাসান মুহিব বলেছেন: সুজাতাদের যে সুখেই থাকতে হয় ; নইলে কি তারা সুজাতা হতে পারে;
আর আমাদের ও কিন্তু বেঁচে থাকতে হবে

২| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৫

বটবৃক্ষ~ বলেছেন: অতটা সুখ আমার দরকার নেই। এ জীবন কেটে যাক
কিছুটা অভিনয়ের মিথ্যে সুখে অথবা
সুখের মিথ্যে অভিনয়ে-


খুব চমতকার বলেছেন কবি!! আগেই পড়েছিলাম মোবাইলে...১ম ভালোলাগা আমি জানালাম :)
ভালো থাকবেন....

১৫ ই মে, ২০১৩ রাত ১১:৪৭

হাসান মুহিব বলেছেন: ভালো লাগা থেকে যাক বহুকাল

৩| ১১ ই মে, ২০১৩ রাত ১২:১৪

প্রুফরিডার বলেছেন: কামলারা সারাজীবন কামলাই থাকে বিনিময়ে সুজাতারা চিরকালই স্বার্থের সুপেয়ালায় পিয়াস মিটিয়ে সুখে থাকে আড়ন্তর

এটাই প্রকৃতির এক বেখেয়ালী অলিখিত দুর্বোধ্য বাস্তবতা আইমিন পরিহাস।

৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ১২:৩০

কান্ডারি অথর্ব বলেছেন:

তারপর- সুজাতারাই রয়ে যাক এ গ্রহের সবচেয়ে সুখী প্রাণী হয়ে!

+++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.