নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

মীরাক্কেলের নাম মীরাক্কেল কেন? - কারন ব্যাক্কল মীরের আক্কেল দরকার।গদাম মারাও দরকার

১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৩

১. জানেন তো, ভারতে নতুন ধরনের প্যাড আর গার্ড বানাচ্ছে অর্ডার দিয়ে। এশিয়া কাপ আর বিশ্বকাপে, ভারত যে বাংলাদেশের কাছে যে দু্‌বার হেরে বিদায় নিল, তারপর থেকে গবেষনা চলছে... এবং এই গার্ড আর প্যাড পেছনের দিক থেকে পরতে হয়। (এটা একটা মিরাক্কেলি জোকস)



২. ভারতে বিজ্ঞাপনে সারাক্ষন কোলগেট দিয়ে কুলি করে..... কেন? - কারন ওখানে মীরাক্কেলী জোকস বললেই মানুষের মুখে দুর্গন্ধ হয়।



৩. ভারতীয় দলে ড্রেসিং রুমে মীর এর ছবি। কেন? -- কারন বাংলাদেশের কাছে রামপ্যাদানির স্মৃতি মনে পড়লেই ওরা কাঁদতে থাকে, তখন জোকারটাকে দেখলে ওদের কান্না থামে।



৪. মীর কেন সালামের উত্তর দেয় নাই? - কারন সাকিব, আশরাফুল, তামিম, নাসির, রাজ্জাককে দেথার পরে সে তো বাপের নাম, নিজের নাম ভুলে যায়। সালামের উত্তর কি মনে থাকে নাকি?



৫. প্রান কেন মীরাক্কেল এর স্পন্সর ? - বাংলাদেশ দলের কথা মনে পড়লেই তো ভারতীয় দলের প্রাণ যায় যায় করে, তাই ওদের প্রাণ খাওয়াতে হয়।



৬. মীর কেন অসাম সালা গান গায়? - অসাম হলো আমাদের ক্রিকেট টিম আর সালা হেলো মীর নিজে।



৭. মীরাক্কেলের নাম মীরাক্কেল কেন? - কারন ব্যাক্কল মীরের আক্কেল দরকার।



৮. জোকার টার নাম টাকলু কেন -- যাহার টাক Loo হিসেবে ব্যবহার করা যায়। সেই টাকলু।



৯. মীরের কন্সটিপেশন হলে সে কি করে? - ভিডিওতে আশরাফুল আর তামিম এর ব্যাটিং দেখে।



১০. মীর কেন মীরাক্কেল এ খালি বাংলাদেশকে বাঁশ দিতে চায় -- মীর এর বাড়ী কোথায়? নিমকাহারাম মীরজাফর এর নামের আগেও মীর ছিল



*********ফেবু থেকে সংগ্রহীত*******

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০১

আস্তবাবা বলেছেন: ++++++++

১৮ ই মে, ২০১৩ রাত ৯:১৯

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ বাবা

২| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০১

রিওমারে বলেছেন: মীর একটা ব্যাক্কল এটা মে দিবসের এপিসোডে প্রমান করে দিয়েছে। বেশী ইন্টালিজেন্ট প্রমান করতে গিয়ে মহান মে দিবস কে মেয়ে দিবস বলে শাড়ী পরে উপস্থাপনা করতেএসেছে। একটা পারফেক্ট রাম ছাগলের বাচ্চা না হলে এটা করতে পারত না। উল্লেখ্যঃ--- মে দিবসের মত মানবতার পক্ষে এমন বিরাট ঘটনা মানব ইতিহাসে দ্বিতীয় টি আর নাই।

১৮ ই মে, ২০১৩ রাত ৯:২৪

হাসান মুহিব বলেছেন: ওরেও গদাম মারা উচিত।

৩| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:০২

টানিম বলেছেন: আব্দুন নুর তুষার এর status ????

৪| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:১৫

হাসান মুহিব বলেছেন: মির হইল একটা ছোট খাটো হাতির বাচ্চা

৫| ১৮ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

মোহাম্মদ সোহেল হাসান বলেছেন: আরও একটা ব্যবস্তা করেন
Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.