![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় নজরুল,
তুমি ছিলে প্রেমের কবি, দ্রোহের, বিরহের কবি। তোমার আগমনি বার্তায় এই ধরনী হয়ে উঠেছিলো আনন্দময়। তুমি রয়েছ লক্ষ প্রেমের কুঞ্জনে।
প্রিয় কবি,
তোমার কবিতা, গানের জন্যই লক্ষ প্রেমিকের তপ্ত মরুসম হৃদয় পেয়েছে রঙিন ভালবাসার উর্বরতা।
প্রিয় দুখু,
তুমি সেই ছোট্ট বেলা থেকে কষ্টের পিস্টন বয়ে বেড়িয়েছ । হৃদয়টাকে অঙ্গার করেছো। পুড়ে পুড়ে তিলে তিলে তুমি নিজেকে আসীন করেছো লক্ষ-কোটি আশরাফুল মাখলুকাতের হৃদয়পটে ।
তোমার লেখা গান শুনছি । তোমার প্রতি রইল শ্রদ্ধা ।
"আলগা করো গো খোপার বাঁধন
বিনোদ বেনির জরিন ফিতায়
আন্ধা ইশক মেরা কাস গায়ি
©somewhere in net ltd.