নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

তুমি একবারও বলনি, দেখে যাও আমায় ।

৩০ শে মে, ২০১৩ রাত ৯:২৮





তুমি বারন করেছিলে বলে ,আমি আসিনি

আমি অপেক্ষায় ছিলাম প্রতিটা মুহূর্তে

তুমি একবারও বলনি, দেখে যাও আমায় ।



দুজনে ভিজবো বলে , তুমি কথা দিয়েছিলে

অথচ, প্রতি বরষায় কদম কুড়িয়ে রেখেছিলাম যতন করে

তবুও তুমি আসোনি ; আমিও থেমে যাইনি

তাইতো অপেক্ষার প্রহর আমার নিত্য সঙ্গী ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৩ রাত ৯:৫৫

জেমিনি বলেছেন: কেও আসে না আর কেও আসবে না। বৃথাই এই অপেক্ষার প্রহর গোনা। কেও কথা রাখে না। সবাই স্বার্থপর। সময় চলে যায়, দিন শেষে রাত নামে। কেও আসে না। কেও আসবেও না। :(

৩১ শে মে, ২০১৩ ভোর ৬:৪৬

হাসান মুহিব বলেছেন: হার ইশক কা এক ওয়াক্ত হোতা হে। জানি কেও আসবে না। তবুও অপেক্ষার প্রহর শেষ হবার নয়.।.।.। হয় তো যদি এসে ফিরে না যায় ।

২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৭:১৯

মাহবু১৫৪ বলেছেন: :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.