নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

এ ট্রিবিউট টু ঋতুপর্ণ ঘোষঃ

৩১ শে মে, ২০১৩ সকাল ৮:১৩





আমি ঋতুপর্ণ ঘোষের খুব বেশি মুভি দেখি নাই। তবে যে কয়েকটা দেখেছি, তার মধ্যে

" নৌকাডুবি " বেস্ট/ অসাধারন মেকিং। যেন রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনার ফ্রেম বন্ধি। অদ্ভুত এক আবেশ। মোহিত হয়েছি পুরো সময় ধরে। এতো সুন্দর সিনেমাটোগ্রাফি । গল্পের প্রতিটা দৃশ্য যেন রবীন্দ্রনাথের জল ছাপের এক ছোঁয়া।





গল্পের কৌতূহলটা হয়ে উঠেছে মনোবিকলনমূলক। ঘটনা-গ্রন্থন হয়ে পড়েছে গৌণ। তাই অস্বাভাবিক অবস্থায় মনের রহস্য সন্ধান করে নায়ক-নায়িকার জীবনে প্রকাণ্ড একটা ভুলের দম লাগিয়ে দেওয়া হয়েছিল —অত্যন্ত নিষ্ঠুর কিন্তু ঔৎসুক্যজনক।



রমেশ, কমলা, হেমনলিনী, নলিণাক্ষ। এর সাথে "তরী আমার হঠাৎ ডুবে যায়" কিংবা ‘খেলাঘর বাঁধতে লেগেছি’-র মত গানকে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে। গানের এতটাই আবেগ যেন হারিয়ে যাওয়া মনের আনন্দ টুকুন আবারও স্পষ্ট হয়ে উঠে প্রগার ভাবে।







অদেখা, অচেনা ভালবাসার বন্ধনযে কতো গভীর, কতো মজবুত " নৌকাডুবি" তার জ্বলজ্বল উদাহরন। স্বামীর সম্বন্ধের নিত্যতা নিয়ে যে সংস্কার আমাদের দেশের সাধারণ মেয়েদের মনে তার মূল এত গভীর , এতটাই নিগুর । এ যেন আবহমান শাশ্বত হাজারো বাঙ্গালি নারীর "নৌকাডুবি" ।







গানে গানে যে ভালবাসার তরী ডুবে যায় হঠাত । অজ্ঞাত ভালবাসার পথে পা বাড়ায় অগাত জলে, খেলার ছলে ।

মন্তব্য ১৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
'নৌকা ডুবি' দেখেছি। অসাধারণ। আরেকবার দেখব হয়ত।

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৪

হাসান মুহিব বলেছেন: সরনাপু, আমিও আরেকবার দেখব

২| ৩১ শে মে, ২০১৩ সকাল ৮:৪৭

ঐশীকা বলেছেন: আমার দেখা অসাধারন ছবিগুলোর মধ্যে একটি...ধন্যবাদ আপনাকে

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৫:৩৫

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ আপনাকে ও

৩| ৩১ শে মে, ২০১৩ সকাল ৯:৪৬

জহির উদদীন বলেছেন: কলিকাতার কোন চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষ পরলোক গমন করলেন তা নিয়ে আমাদের দেশের মিডিয়া ব্রেকিং নিউস করে প্রথম আলুর মত দালাল মিডিয়া বড আকারে পিকচার সহ পত্রিকায় স্থান পায়,কিন্তু কিছু দিন আগে বাংলাদেশের মেয়ে হাফেজা ফারিহা তাসনিম বিশ্বের ৪৩টি দেশের মধ্যে আন্তর্জাতিক বালিকা হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হওয়ার সংবাদটি ব্রেকিং নিউস করাতো দুরের কথা বহু পত্রিকা আর মিডিয়ার সংবাদের কোনায় ও স্থান পায়নি!!

৪| ৩১ শে মে, ২০১৩ সকাল ১০:৫২

অন্তহীন বালক বলেছেন: ভালো লাগল।।

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৬

হাসান মুহিব বলেছেন: ছবিটা দেইখেন

৫| ৩১ শে মে, ২০১৩ দুপুর ২:০৭

শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: নৌকাডুবি ! অসাধারন মেকিং । জাস্ট ওয়াও !

০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৬

হাসান মুহিব বলেছেন: জাস্ট ওয়াও !

৬| ৩১ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২২

মাসুম আহমদ ১৪ বলেছেন: নৌকা ডুবি দেখিনি, তবে তালিকায় এড করে নিলাম

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৯

হাসান মুহিব বলেছেন: তারা তারি দেইখেন

৭| ৩১ শে মে, ২০১৩ রাত ৯:২৩

স্বপ্নবাজ অভি বলেছেন: পোষ্টে ভালোলাগা ! বাংলা ছবি হারালো আরেক নক্ষত্র !

০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫০

হাসান মুহিব বলেছেন: অভি, ঠিক বলেসেন্‌্‌ হারালো আরেক নক্ষত্র !

৮| ৩১ শে মে, ২০১৩ রাত ১১:৫৫

মহামহোপাধ্যায় বলেছেন: ঋতুপর্ণ ঘোষের বেশ কিছু মুভ্যি খুব ভালো লেগেছিল। বাংলা চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্রের প্রয়াণ :(

৯| ০৫ ই জুন, ২০১৩ সকাল ১০:৫১

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: নৌকাডুবি আমারও প্রিয় মুভির একটা !

খেলাঘর বাঁধতে লেগেছি !

০৫ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১

হাসান মুহিব বলেছেন: খেলাঘর বাঁধতে লেগেছি ! খেলাঘর বাঁধতে লেগেছি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.