![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জাতীয় সংসদের বাজেট অধিবেশন দেখছি...। খুব ভাল লাগছে দেখে যে এই মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী। সমগ্র জাতিকে প্রতিনিধি করছে কিছু সফল নারী সমাজ।
একজন পুরুষ সমাজের অংশীদার হয়েও আমি খুব আনন্দিত বোধ করছি নারী প্রতিনিধিত্তের জন্য। যে সমাজে নারী অবেহেলিত, যে সমাজে নারীর প্রতি অসদাচারন হয় প্রতিনিয়ত, যে সমাজে নারীকে ধর্ষিত হতে হয় , নানান রকম অসস্থিকর পরিস্থিতির শিকার হতে হয়। এখনও যে সমাজে যৌতুক ব্যাধি সংক্রিমিত । যে সমাজে কন্যার সু - পাত্রস্থ করার জন্য পরিবারের দুশ্চিন্তা করতে হয় প্রতিনিয়ত।
অথচ এই সুজলা, সুফলা সোনার বাংলাকে সোনালি দিনের সঠিক পথের দিক নির্দেশনার ভারটুকু আমরা মহান সংসদের স্পীকার,দলনেতা , বিরোধী দলনেতা , উপনেতা সহ সবার কাছে অর্পণ করছি। আপনারা আপনাদের ধীশক্তি দিয়ে দেশ কে আর সামনে এগিয়ে নিয়ে যান।
নারী সমাজের অগ্রদূত হিসেবে যুক্ত হন যেন দেশের আপামর নারী সমাজের প্রতিনিধিত্ব বৃদ্ধি পায়।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৭
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ।
২| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
মদন বলেছেন: আফসোস, এই দেশে নারীরাই বেশি নির্যাতিত হচ্ছে, সেটি আবার নারীদের হাতেই বেশি।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:২৭
হাসান মুহিব বলেছেন: নারিদের কেই এগিয়ে আস্তে হবে
৩| ০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৮
বাঙলি বলেছেন: শক্তির দিক থেকে নারীরা দেশের মোট শক্তির অর্ধেক, শুধু তাই নয় বিশ্বের মোট শক্তিরও অর্ধেক নারী- কারও সহ্য হওয়া না হওয়ায় নারীর শক্তি খাটো হয়ে যাবে না।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৪
হাসান মুহিব বলেছেন: ঠিক বলেছেন বাঙালি বাবু
৪| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩০
বাংলার হাসান বলেছেন: মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী। সমগ্র জাতিকে প্রতিনিধি করছে কিছু সফল নারী সমাজ। তারপরেও যখন দেখি আমার মা-বোন ধর্ষিত হয়, তখন আর এদের নারী মনে হয় না।
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৫
হাসান মুহিব বলেছেন: এই দৃষ্টি ভঙ্গি আমাদের কেই পরিবর্তন করতে হবে.।.।.।.।। নারীর ধরসনের জন্য এই পুউরুস রাই অনেক অংশে দায়ী .।।
৫| ০৩ রা জুন, ২০১৩ রাত ৮:৩১
ইমদাদুল হক সাব্বির বলেছেন: হুম, সব জায়গায় নারী নেতৃত্ব দিবে আর পুরুষরা শাড়ি, চুড়ি পরে ঘরে বসে থাকবে। হায় রে দেশ, কোন দিকে যে যাচ্ছে?
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৮
হাসান মুহিব বলেছেন: বিষয় তা কে এই ভাবে না দেখাই ভাল.।.।.।.।।।আপ্নার এই নেতি বাচক দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করুন
৬| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:২১
কলাবাগান১ বলেছেন: আমেরিকাতে ৪০% household's breadwinners are women.
৭| ০৩ রা জুন, ২০১৩ রাত ৯:৩৬
দি সুফি বলেছেন: কিন্তু ঘটনা হইল, এরপরও পরিমলদের বিচার হয় না!
নারীকে নিয়ে গিয়ে ক্ষমতায় বসালেই যে নারীর জীবন-যাত্রার বা নারীর প্রতি পুরুষের সম্মান বৃদ্ধি পাবে, এমনটা ধারনা করা ভুল। কারন নারীকে সম্মান করার জন্য, তাকে তার প্রাপ্য দেয়ার জন্য সুশিক্ষার দরকার, ধর্মীয় এবং পারিবারিক সুশিক্ষা। যেটা আমাদের অনেকেরই নেই। এবং সবচেয়ে আফসোসের বিষয়, নারী নিজেও তার ছেলে সন্তানকে এই সুশিক্ষায় শিক্ষিত করতে পারে না (মূলত চায় না!)।
আশেপাশেই দেখুন না, কত ছেলের বউ তার শ্বাশুড়ী কর্তৃক নির্যাতিত!
০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:০৯
হাসান মুহিব বলেছেন: সহমত.। সুফি সাধক .। কিন্তু সমাধান কি??
৮| ০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫৯
নাইট বার্ড বলেছেন: নারীরা এখন খুব ভালো অবস্থায় আছে , তারা নিজের যোগ্যতা দিয়ে সবকিছু করতে পারে,তাই
সব চাকরিতে নারী কোটা বাতিলের জোর দাবী জানাচ্ছি। এদেশে এখন যোগ্য পরুষের বড়ই অভাব।
০৫ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৮
হাসান মুহিব বলেছেন: পনি, বিষয় তাকে এভাবে না দেখে.।।পজিটিভ লি নেন
৯| ০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৮:৫৭
হাসিব০৭ বলেছেন: যা দেখতেয়াছি তাতে কিছু বছরপর জঙ্গলে খুইজাও একটা পুরুষ পাওয়া যাইব না................
১০| ০৪ ঠা জুন, ২০১৩ দুপুর ১২:২২
শাদা-অন্ধকার বলেছেন: খুব ভাল লাগছে দেখে যে এই মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী।
বায়োলজিও বলে পৃথিবীতে পুরুষদের অস্তিত্ব অপ্রয়োজনীয়। মেয়েরা বংশ বৃদ্ধির জন্য একাই জথেষ্ট। since women are both necessary and sufficient for reproduction, and men are neither.
Men, who needs them
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
লেখোয়াড় বলেছেন:
"খুব ভাল লাগছে দেখে যে এই মহান সংসদের স্পীকার একজন নারী, দলনেতা একজন নারী, বিরোধী দলনেতা একজন নারী, উপনেতা নারী।" লেখাটাও সুন্দর।
ভাল বলেছেন।
কিন্তু অনেক পক্ষের আর ব্যক্তির সেটা সহ্য হচ্ছে না।
ধন্যবাদ।