![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পথিক ঃ আজ আমি পথ হারিয়ে তোমার দুয়ারে
অর্কিড ঃ কে তুমি ?
পথিক ঃ ধরে নাও, এক অচেনা ,অদেখা বন্ধু
অর্কিড ঃ চেনা মানুষের ভরসা নাই আর অচেনা, অদেখা !
পথিক ঃ দিগন্ত রেখাও অচেনা, তবুও সব্বাই ধরতে করতে চায়,বৃষ্টির প্রতিটা ফোটাও
অচেনা তবুও সব্বাই ছুঁয়ে দেখতে চায়,
অর্কিড ঃ ওগুলো সবই কাল্পনিক আবেগ, অনুভূতি , অস্পরশিত ভাললাগা।
পথিক ঃ অনুভুতির দেয়ালে আছড়ে পড়ুক কাল্পনিক রং তুলির ভালবাসার আবেগ
অর্কিড ঃ পথিক , তুমি সত্যিই পথ হারিয়েছো
পথিক ঃ আমি অপেক্ষায় রইলাম , হয়তো খুজে পাবে কোনো এক পথের বাঁকে
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:০৫
হাসান মুহিব বলেছেন: হঠাত থেমে যাওয়াই ভাল .।.। না বলা কথা, না বলাই ভালো
২| ০৭ ই জুন, ২০১৩ রাত ৮:৪৩
হাসান বৈদ্য বলেছেন: আমি পথ হারাব কেনরে হতভাগী! পথই আমাকে হারিয়েছে। তাইতো সে দিকভ্রান্ত হয়ে পৃথিবীর আনাচে কানাচে নতুন নতুন শাখা প্রশাখা বানিয়ে আমাকে খুঁজিচ্ছে। আর আমি কোন এক মানকে চিপায় ঘাপ্পি মেরে বসে আছি।
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
হাসান মুহিব বলেছেন: ঠিক বলেছেন
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:১৩
হাসান মুহিব বলেছেন: ঠিক বলেছেন
৩| ০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৩৪
মুনসী১৬১২ বলেছেন: চমৎকার
০৭ ই জুন, ২০১৩ রাত ৯:৫৩
হাসান মুহিব বলেছেন: চলো পালাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৩ রাত ৮:০০
পাগলা রাজু বলেছেন: ভালো হয়েছে।
হঠাৎ করেই শেষ হয়ে গেল,মনে হচ্ছে আরো কিছু বলার ছিল।