![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু জল কণা এনে আমায় দে
আমার মনটা ভিজে যাক
বুকের যতো কষ্ট ধুয়ে নষ্ট হৃদয়
একটু স্বস্তি পাক...........
আমি তো সবসময় তোমার কথা ভাবি না!!!
যখন বৃষ্টি হয় -তখন ভাবি।
আর যখন বৃষ্টি হয় না, তখন ভাবি।
শ্রেফ দুইবার।
একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি
কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স।
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না।.........
এই বৃষ্টি ভেজা রাতে
তুমি নেই বলে
সময় আমার কাটেনা
চাঁদ কেনো আলো দেয়না
পাখি কেন গান গায় না
তারা কেন পথ দেখায় না
তুমি কেন কাছে আসোনা
তোমাকে মনে পড়বে
যখনই জোছনা হাসে
তোমাকে মনে পড়বে
যখনই আকাশ ভেঙ্গে বর্ষা কাদে ।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:৩২
হাসান মুহিব বলেছেন: যদি মন কাঁদে, তুমি চলে এসো একবার
২| ০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:১১
সেলিম আনোয়ার বলেছেন: ছবিতে ও কবিতায় ভাললাগা ।
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
হাসান মুহিব বলেছেন: কবিতায় তুমি আছো বেঁচে, কবিতার মাঝে তোমায় খুজি
৩| ০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৫৪
রাতজাগাপাখি বলেছেন: আপনার কবিতার মতই আমার অবস্থা। তবে আমি এটাও ভেবে পাচ্ছি না, আমার এই মনে করাটা তাকে জানালে কি লাভ হবে। আমার কষ্ট কমবে?
০৮ ই জুন, ২০১৩ রাত ৮:২৬
হাসান মুহিব বলেছেন: এই নেন সাদা গোলাপ , তাকে গিয়ে বলেন
" একটা গোপণ কথা ছিল বলবার বন্ধু ,
সময় হবে কী তোমার ;
এক বার শুনে ভূলে যেও বারবার ,
ভূলেও কাওকে বোলোণা আবার "
৪| ০৮ ই জুন, ২০১৩ রাত ৮:০৫
হানিফ রাশেদীন বলেছেন: অনেক সুন্দর লাগেলা কবিতা ও ছবি দুটোই।
০৮ ই জুন, ২০১৩ রাত ১০:১২
হাসান মুহিব বলেছেন:
৫| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:০৭
বটবৃক্ষ~ বলেছেন: একদিন কোথাও যাব না, শূন্যস্থানে তুমি
কিম্বা অন্য কেউ বসে থেকে বাড়াবে বয়স।
একদিন তোমাকে শাসন করা অসম্ভব ভেবে
পূর্ণিমার রাত্রে মরে যাব।
একদিন সারাদিন কোথাও যাব না।.........
খুব বেশি সুণ্দর ......
ছবিগুলাও.........অনেক প্লাস হবে...
৬| ০৯ ই জুন, ২০১৩ রাত ১:৫৫
নাছির84 বলেছেন: ভীষনভাবে তোমাকে..
পড়ছে মনে।
একটুকি জল গড়ালো..
চোখের কোণে।
ছবিতে ও কবিতায় ভাল লাগা।
০৯ ই জুন, ২০১৩ বিকাল ৪:৪০
হাসান মুহিব বলেছেন: বন্ধু তোকে মিস করছি ভীষণ, তোকে ছাড়া যে আর জমেনা এখন
৭| ০৯ ই জুন, ২০১৩ রাত ২:০৩
মনিরা সুলতানা বলেছেন: ভীষণ ভাল লাগলো ...
ছবি আর কবিতা
১০ ই জুন, ২০১৩ রাত ১০:৩২
হাসান মুহিব বলেছেন: হাত বাড়ালে পারবেনা ছুঁতে
পাশে সে আর হাঁটবেনা ,
শুধু একাই নিজের ছায়া টানবে
আর খুব একা হবে তুমি ...... ।
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৪:০৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: চমৎকার!!!!!!!!!!!