![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইয়ুব বাচ্চুর কিছু অদ্ভুত অদ্ভুত সুন্দর গান আছে। অসাধারন কিছু গান রয়েছে; যা সব সময় সারা জীবন বেঁচে থাকবে আপন সুরে।
সুরের মূর্ছনা ছুঁয়ে যাচ্ছে হৃদয় মাঝারে........................ এখন শুনছি-------------
"ফেরারি এই মনঃটা আমার ,
মানে না কোনও বাধা ,
তোমাকে পাবার আশায়" ---------------------------
আমার অনেক প্রিয় গান; অনেক প্রিয় ; বার বার শুনতে মন চায় রাতের তারা ভরা আকাশের দিকে তাকিয়ে ।
আপনার কোনটা ভালো লাগা গান ? আসুন জানিয়ে দেই, আমাদের প্রিয় সকল ব্লগার বন্ধুদেরকে আর আইয়ুব বাচ্চুর প্রতি জানাই আমাদের অকৃত্রিম ভালবাসা।
১২ ই জুন, ২০১৩ রাত ১২:১০
হাসান মুহিব বলেছেন: তাই আমি বসে আছি দরজার ওপাশে।।
২| ১২ ই জুন, ২০১৩ রাত ১২:২০
তারছেড়া লিমন বলেছেন: আজ থেকে আর কখনও বলবো না ভালবাসি...........
১২ ই জুন, ২০১৩ রাত ১২:৩১
হাসান মুহিব বলেছেন: বলবো না ভালবাসি.......
৩| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৩৭
আর কতো বলেছেন: রুপালি গিটার।
১২ ই জুন, ২০১৩ রাত ৯:০৩
হাসান মুহিব বলেছেন: রুপালী গীটারের তুলনা নাই .।.।.।.। বার বার শুনতে ইচ্ছে করে
৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১:৫১
কাজী মামুনহোসেন বলেছেন: "ফেরারি এই মনঃটা আমার ,
মানে না কোনও বাধা ,
তোমাকে পাবার আশায়"
এবং
আমি ১২ মাস তোমার আশায় আছি......
১২ ই জুন, ২০১৩ রাত ৯:৫৯
হাসান মুহিব বলেছেন: আমি ১২ মাস তোমার আশায় আছি......
৫| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:১২
মতিউর রহমান মিঠু বলেছেন: ভালো লাগার তালিকা অনেক বড়। বাংলাদেশ গানটা বেশ............গতকাল রাতে বিবেক আমার...অসাধারন..
১২ ই জুন, ২০১৩ রাত ১০:০৪
হাসান মুহিব বলেছেন: অসাধারন..
৬| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৫৪
রাজীব বলেছেন: ১ম ভালোলাগা- পালাতে চাই, যদি তুমি ভালোবাসে আমার শুধু সে কারনে পালাতে চাই
১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
হাসান মুহিব বলেছেন: এই গান টা তো শুনি নাই; লিঙ্ক টা একটু দিবেন
৭| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৫৭
রাজীব বলেছেন: আমার কি দোষ আমিও মানুষ
হাসতে দেখ গাইতে দেখ
প্রেম তুমি কি বলনা....
আর বেশী কাদালে উড়াল দেবো আকাশে
১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৫
হাসান মুহিব বলেছেন: হাসতে দেখ গাইতে দেখ
অনেক ভালো লাগা গান
৮| ১২ ই জুন, ২০১৩ রাত ৩:৫৯
রাজীব বলেছেন: মানুষ বড় একা
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯
হাসান মুহিব বলেছেন: আর কতো কাদালে ; উরাল দিবো আকাশে
৯| ১২ ই জুন, ২০১৩ দুপুর ১:৪৩
তূর্য হাসান বলেছেন: এখন অনেক রাত খোলা আকাশের নীচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার ওপাশে।।
আবেগী এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যাও আমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে।।
চলে যাওয়া সেই পথে ঝিরিঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে।।
১৬ ই জুন, ২০১৩ সকাল ১১:৫৯
হাসান মুহিব বলেছেন: আমারো অনেক অনেক প্রিয় গান তুর্য
১০| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:১৭
শ্যাঁওঁড়াঁ গাঁছেঁরঁ বাঁসিঁন্দাঁ বলেছেন: কষ্ট পেতে ভালোবাসি... এই গানটা শুন্তেছি !
২১ শে জুন, ২০১৩ রাত ১০:৫৩
হাসান মুহিব বলেছেন: আমি কষ্ট পেতে ভালবাসি তাই তোমার কাছে ছুটে আসি ;
অনেক প্রিয় একটা গান
১১| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:৫৫
দি সুফি বলেছেন: এবির বেশিরভাগ গানই ভালো লাগে। বিশেষ করেঃ বলিনি কখনও, বেলা শেষে, ঘুমভাঙ্গা শহর, ফেরারী মন, চলো বদলে যাই গানগুলো বেশি ভাল লাগে।
এই মূহুর্তে মালির শিল্পী সালিফ কেইতার টুমরো গানটা শুনতেছি
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:০৩
হাসান মুহিব বলেছেন: চলো বদলে যাই গানগুলো বেশি ভাল লাগে। আসলেই সুন্দর, মায়া ধরে যায় কেম্ন যেন
১২| ১৬ ই জুন, ২০১৩ দুপুর ১২:০১
~মাইনাচ~ বলেছেন: এখন অনেক রাত খোলা আকাশের নীচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার ওপাশে।।
রুপালি গিটার।
রুপালি গিটারটা ডিলিট হয়ে গেছে, কোন লিংক থাকলে যদি দেন
©somewhere in net ltd.
১|
১১ ই জুন, ২০১৩ রাত ১১:৫০
বিডি আমিনুর বলেছেন: এখন অনেক রাত খোলা আকাশের নীচে জীবনের অনেক আয়োজন আমায় ডেকেছে তাই আমি বসে আছি দরজার ওপাশে।। আবেগী এমন রাতে ভুল করে এই পথে এসে যদি ফিরে যাও আমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে।। চলে যাওয়া সেই পথে ঝিরিঝিরি বাতাসে আমার এই মন কাঁদে তোমায় না পেয়ে তাই আমি বসে আছি দরজার ওপাশে।।