নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আজ বিকেলে তোমার অপেক্ষায় ছিলাম

২২ শে জুন, ২০১৩ রাত ১২:১৩





আজ বিকেলে তোমার অপেক্ষায় ছিলাম

নরম রোদের আলোয় তোমার পথে চেয়েছিলাম

তুমি আসো নি ; তাই তো গোপন কথাটিও বলা হয়নি

তোমার হাত ধরে হেঁটে যেতে ইচ্ছে করেছিলো দূর , বহুদূরে

যেখানে দিগন্ত মিলেছে ওই নিলামায়, রঙধনুর সাত রঙা ছুঁয়েছে ।



তোমার অপেক্ষায় ছিলাম এই নরম রোদের বিকেলে

তুমি আসোনি; তাই তো না বলা কথাটিও বলা হয়নি



তোমাকে মেঘের পরশে ছোঁয়াব বলে ,

সাদা মেঘ গুলোকে বলেছিলাম

তোমাকে বরষার স্পর্শ দিবো বলে,

ঝিরি ঝিরি বৃষ্টিকে বলেছিলাম

তোমাকে পাগলা হাওয়ার আবেশ দিবো বলে,

লিলুয়া বাতাসকে বলেছিলাম



সমগ্র পৃথিবীকে বলেছিলাম, তোমার এক মুহূর্তের আগমনের কথা

তুমি আসবে বলে তোমার জন্য রেখেছিলাম , শুধু মাতাল অনুভব



তবুও তোমার অপেক্ষায় রইলাম,

একটি মুহূর্তের অপেক্ষায়

একটি প্রহরের অপেক্ষায়

একটি নরম বিকেলের অপেক্ষায়

একটি স্নিগ্ধ ভোরের অপেক্ষায়

একটি জ্যোৎস্না রাতের অপেক্ষায় —

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৩১

এহসান সাবির বলেছেন: ভালো লাগলো বেশ।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫১

হাসান মুহিব বলেছেন: আর কতো অপেক্ষা করবো,
সবিতা তোমার জন্য কবিতা লিখতে আমার আর ভালো লাগে না

ভালো লাগে না অপেক্ষার প্রহর গুনতে

২| ২২ শে জুন, ২০১৩ রাত ১২:৪০

মায়াবী ছায়া বলেছেন: সুন্দর ।।

২২ শে জুন, ২০১৩ রাত ১২:৫৫

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

৩| ২২ শে জুন, ২০১৩ রাত ১:৩৪

*কুনোব্যাঙ* বলেছেন: তবুও তোমার অপেক্ষায় রইলাম,
একটি মুহূর্তের অপেক্ষায়
একটি প্রহরের অপেক্ষায়


+++++

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২১

হাসান মুহিব বলেছেন: অপেক্ষায় রইয়েছ শুধু তুমি

৪| ২২ শে জুন, ২০১৩ সকাল ৭:৫১

আর.হক বলেছেন: সমস্যা হলো ,,,,,,,,, এ অপেক্ষা কোন শেষ হয়না।

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৩:২২

হাসান মুহিব বলেছেন: অপেক্ষা শেষ হবেই একদিন; বিশ্বাস রাখুন

৫| ২২ শে জুন, ২০১৩ সকাল ১১:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: অপেক্ষা ব্যাপার টা খুবই খারাপ !

০১ লা জুলাই, ২০১৩ রাত ২:২৬

হাসান মুহিব বলেছেন: অপেক্ষার প্রহর শেষ হোক

৬| ২২ শে জুন, ২০১৩ রাত ১১:১৫

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: অপেক্ষা.... করার টাইম নাই।

০১ লা জুলাই, ২০১৩ রাত ২:৩১

হাসান মুহিব বলেছেন: খারাপ বলেন নাই

৭| ২৬ শে জুন, ২০১৩ সকাল ১০:০৮

বটবৃক্ষ~ বলেছেন: সমগ্র পৃথিবীকে বলেছিলাম, তোমার এক মুহূর্তের আগমনের কথা
তুমি আসবে বলে তোমার জন্য রেখেছিলাম , শুধু মাতাল অনুভব


বরাবরের মতোই মন খারাপ করা কবিতাগুলো খুব বেশি সুন্দর হয়....!

ভালো থাকবেন কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.