![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে খুঁজে ছিলাম ওই স্বপ্ন আধারিতে
অপেক্ষায় ছিলাম, রঙ্গন আর কৃষ্ণচূড়া হাতে
তোমায় দেবো বলে ; তুমি আসোনি
তোমার অপেক্ষায় অষ্ট প্রহর বিনিদ্র যাপন ।
ভেবে ছিলাম তুমি আসবে, নীল দিগন্তের সীমা রেখায়
ছুটে গিয়েছিলাম লাল,নীল, বেগুনী আলোকছটা নিয়ে
তোমায় ছুঁয়ে দেখবো বলে; তুমি আসো নি
তোমার অপেক্ষায় আজো, স্বপ্নিল ঢেউয়ে চলেছি একান্তে ।
২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:২৯
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ সাবির
৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ১০:৫৬
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগা রইল ।।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩
হাসান মুহিব বলেছেন:
৪| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১০:২৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ++++++++++++
ভাল লাগলো
৫| ০২ রা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
সুন্দর।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১১:০৯
হাসান মুহিব বলেছেন: সরনাপূ; আপনাকে দেখলেই খুব ভালো লাগে ; কবতে লিখতে আর ইচ্ছে করে
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ ভোর ৬:০৮
এহসান সাবির বলেছেন: দারুন