নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

তোমার জন্য জন্ম নিবে কি নতুন কোন কবিতা ?

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৪৮







তোমাকে কি লিখব চিঠি আর কখনো!

-না কক্ষনোই না, লিখব না আর কোনও খাম বন্দি চিঠি

তোমার জন্য জন্ম নিবে কি নতুন কোন কবিতা ?

-না, কবিতার ডাইরিটা তুলে রাখবো বুক সেলফের কোনায়

তোমার জন্য নাওয়া খাওয়া ভুলে তাকিয়ে থাকবো দূর অজানায়!

- না, আর হবে না তেমনটা ; ঘুরে তাকাবো যেখানেই পথ বেকেছে

তোমায় ছুঁতে চাওয়ার মুহূর্ততের অপেক্ষায় কি থাকবো ?

-না, অপেক্ষার প্রহর যে ঘুণে খেয়েছে ।





তোমাকে,

তোমাকে প্রতিদিন , প্রতিটাক্ষণ আবিস্কারের নেশায় বুঁদ হয়ে ছিলাম

তুমি ছিলে আমার লেখা গল্প কবিতাতে

ছিলে আকা প্রিয় ছবিটাতে

রাতের চন্দ্র তারাতে

দূরের ওই ঝর্না ধারাতে

ছিলে স্বপনের আবেশে ।



তুমি আমার, তুমি আমার করে কাটিয়ে দিয়েছিলাম পুরোটা সময়,

বোকা আমি বুঝি নি,ছিলে না তুমি কখনোই আমার,

ছিলে না এই অবুঝ হৃদয়ের মাঝারে পূর্ণিমা হয়ে

কালের সাক্ষী কপিলা কিংবা লাবণ্য হয়ে ।

মন্তব্য ৩৫ টি রেটিং +১২/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫১

স্বপ্নবাজ অভি বলেছেন: এমনি হয় ! পোষ্টে ভালোলাগা ! আর আপনার জন্য শুভকামনা !

০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৪

হাসান মুহিব বলেছেন: সারাদিন ভাবি; আর লেখার পড়ে এই সপ্নবাজকে দেখি;

খুব ভালো লাগে অভিকে দেখে; তার শুভ কামনা বড়ই প্রেরনা যোগায়

২| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ২:৫৯

সাদরিল বলেছেন: ভালো লেগেছে।বিশেষ করে প্রথম ৮ লাইন সবচে ভালো লেগেছে।সংযুক্ত ছবিটা দিয়ে কী বোঝাতে চাইলেন?

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৪

হাসান মুহিব বলেছেন: প্রথম ৮ লাইন ছিলো নিজের সাথে নিজের কথোপকথন /

পরের লাইন গুলো হলো আক্ষেপ আর প্রত্যাশার লেশ বিন্দু।


*** মলিন হয়ে যাওয়া ভালবাসাকেই বোঝানো হয়েছে এই ছবি তে ****

৩| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৩:০০

নিয়েল হিমু বলেছেন: উম সুন্দর অনুভুতী জাগানো কবিতা । ভাল লেগেছে বেশ ।

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৬

হাসান মুহিব বলেছেন: ;) ;) ;) ;) ;)

৪| ০৩ রা জুলাই, ২০১৩ ভোর ৫:৪৫

মাক্স বলেছেন: সুন্দর!

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৩৮

হাসান মুহিব বলেছেন: ও মাক্স ; থ্যাংকস

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর ।


কবিতায় ভালোলাগা ++

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৪৪

হাসান মুহিব বলেছেন: মামুন ভাই , আপনে সব সময়ই আমাকে অনুপ্রেরনা দেন; খুব ভালো লাগে;

ধন্যবাদ

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:২৬

কান্ডারি অথর্ব বলেছেন:

কবিতা ভাল লাগল ++++++ রইল।

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১১:৫৩

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ কাণ্ডারি ; ধন্য হইলাম

৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৪

টুম্পা মনি বলেছেন: সুন্দর।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০২

হাসান মুহিব বলেছেন: :#) :#) :#) :#)

৮| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৮

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার +

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:০৯

হাসান মুহিব বলেছেন: খুশি হৈলাম

৯| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

মোহাম্মদ শরিফ বলেছেন: +++

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১২:২০

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

১০| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

~মাইনাচ~ বলেছেন: সুন্দর

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

১১| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:৪৯

সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল কবিতা।

কেউ কেউ এমনই হয় হয়তোবা।

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৫

হাসান মুহিব বলেছেন: এমনই হয়

১২| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৩

ডি মুন বলেছেন: বেশ ভালো

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

১৩| ০৩ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৪০

আমিনুর রহমান বলেছেন:


অসাধারণ +++

১৪| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++ দিছি

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

হাসান মুহিব বলেছেন: ;) ;) ;) ;) ;)

১৫| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৩

ওঁ বলেছেন: বাহ

ওঁ +

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৬

হাসান মুহিব বলেছেন: ঊঊঊঊঊঊ

১৬| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৯

রহস্যময়ী কন্যা বলেছেন: ভালো লেগেছে :)

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

হাসান মুহিব বলেছেন: ভালো লাগলো শুনে

১৭| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:০৬

বটবৃক্ষ~ বলেছেন: তুমি আমার, তুমি আমার করে কাটিয়ে দিয়েছিলাম পুরোটা সময়,
বোকা আমি বুঝি নি,ছিলে না তুমি কখনোই আমার....



আমি ভুলে যাই তুমি আমার নও!!!
:(

০৪ ঠা জুলাই, ২০১৩ সকাল ৮:৫৭

হাসান মুহিব বলেছেন: আমি ভুলে যাই তুমি আমার নও!!! :(

১৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০৭

একজন আরমান বলেছেন:
তার সাথে আক্ষেপের অংশটুকু বেশি ভালো লেগেছে।

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১২:১১

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.