নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

মেসোমারিক ভালোবাসা

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫২



বলে দিচ্ছি, এ বর্ষাই কিন্তু তোর আর আমার শেষ বর্ষা

পরের বর্ষায় তোর খোঁপায় আর কদম পড়াবো না ;

ভুলে যাস না, এটাই তোর আমার শেষ বর্ষা; শেষ বর্ষাবরন।



এরপরের বর্ষায় তোর সাথে আমার আর বৃষ্টিতে ভেজা হবে না

তোর হাত ধরে ভিজে ভিজে লন্ডন ব্রিজে দাড়িয়ে থাকা হবে না

হবেনা লেকের ধারে ঝুপ বৃষ্টিতে চুপিসারে বসে থাকা

কিংবা ঝড়ের রাতে মেহের চত্বরে রিক্সার জন্য অপেক্ষা করা।



বলে দিচ্ছি, এ বর্ষাই কিন্তু তোর আর আমার শেষ বর্ষা।



---এতো কি ভাবছিস?



বর্ষা আর কখনও আসবে না, তাই না ?

বৃষ্টি আর ছুয়ে যাবে না , তাই না ?

কিরে! কিছু বলছিস না যে !



আর তুই তো জানিস, এই এক দৃষ্টিতে চুপ থাকা

চোখের দিকে তাকিয়ে থাকা, আমার ভীষণ অপছন্দ !



--ভাবছি যা, তোকে বলবো না।

পেছন ফিরে তাকাবো না ।

বৃষ্টির কান্নায় চোখ মেলাবোনা

খুঁজব না তোকে কিংবা তোর স্মৃতির ডাইরিটাকে।





জানি, পারি নি দিতে কখনও তোকে গোলাপ কিংবা গ্লাডিওলাস ।

হয়তো, আমি ছিলেম সেকেলে।



এক মুঠো কদম ফুল হাতে নিয়ে

দাড়িয়ে ছিলেম কাক ভেজা হয়ে।



প্রত্যাশা ছিল

এক হাতে কদম নিয়ে থাকবে দাঁড়িয়ে আর অন্য হাত থাকবে আমার হাতে।

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: দেখেন ভাই আমার গার্লফ্রেন্ডরে ছাইড়া দেন। পুরা পোস্টে ৯ বাই নাম লইছেন।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১১

হাসান মুহিব বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) :D :D :D :D :D :D :P :P :P :P :P

২| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১২

টুম্পা মনি বলেছেন: এটা মোটেও শেষ বর্ষা না হোক। আরো অনেক অনেক বর্ষা আসুক। শুভকামনা।

০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৯

হাসান মুহিব বলেছেন: হয়তো , সেই অপেক্ষায় থাকতে হবে
হয়তো, এটাই হবে শেষ বরষা

৩| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮

শাহজাহান মুনির বলেছেন: প্রত্যাশা ছিল
এক হাতে কদম নিয়ে থাকবে দাঁড়িয়ে আর অন্য হাত থাকবে আমার হাতে।



প্রত্যাশা হোক এমন-
এক হাতে কদম নিয়ে থাকবে দাঁড়িয়ে আর অন্য হাত থাকবে আমার হাতে।

কবিতায় অনেক অনেক ভাল লাগা।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

হাসান মুহিব বলেছেন: প্রত্যাশার হাতছানি ; তাই তো এই লেখা খানি


ধন্যবাদ

৪| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:০৬

আমিভূত বলেছেন: B:-) B:-) B:-) :||

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২০

হাসান মুহিব বলেছেন: :#) :#) :#) :#) :#) :#) :#)

৫| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

মামুন রশিদ বলেছেন: বর্ষা আসুক, বারবার আসুক ।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২২

হাসান মুহিব বলেছেন: আমার ও একি কথা বর্ষা আসুক , একবার নয় বার বার

৬| ০৭ ই জুলাই, ২০১৩ রাত ১১:৪৯

স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: বর্ষা আসুক, বারবার আসুক ।

০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:২৫

হাসান মুহিব বলেছেন: ;) ;) ;) ;) ;) ;)

৭| ০৮ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৫

কান্ডারি অথর্ব বলেছেন:
স্বপ্নবাজ অভি বলেছেন: মামুন রশিদ বলেছেন: বর্ষা আসুক, বারবার আসুক ।

৮| ০৮ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৭

সমুদ্র কন্যা বলেছেন: খুব ভাল লাগল লেখাটা। এটাই শেষ বর্ষা না হোক।

শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.