![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মেয়ে,
শুনছো, তোমাকেই বলছি, তোমাকেই লিখছি । তোমার আগমনের অপেক্ষায় প্রহর গুনছি । জানো , মাঝে মাঝে খুব মন খারাপ হয়; তাই মন কে আর ও খারাপ করার জন্য
" আমার পরাণে যাহা চায়"
তুমি তাই, তুমি তাই গো।
তোমা ছাড়া আর এ জগতে
মোর কেহ নাই, কিছু নাই গো।।
তুমি সুখ যদি নাহি পাও,
যাও সুখের সন্ধানে যাও-
আমি তোমারে পেয়েছি হৃদয়মাঝে,
আর কিছু নাহি চাই গো।।
আমি তোমার বিরহে রহিব বিলীন,
তোমাতে করিব বাস
দীর্ঘ দিবস দীর্ঘ রজনী,
দীর্ঘ বরষ-মাস।
যদি আর-কারে ভালোবাস,
যদি আর ফিরে নাহি আস,
তবে তুমি যাহা চাও তাই যেন পাও,
আমি যত দুখ পায় গো।।"
এই গান টা শুনি; বার বার ...বহু বার; আজ অনেক বেশি খারাপ হয়ে গেলো মনঃটা। তোমাকে নিয়ে ভাবনায় উদাস হল পরানটা ।
তোমাকে বড্ড মিস করছিলাম; একটুকুন বিরহ কথার আবীর মেখে দিতে চেয়েছিলেম, মন খারাপের এই রজনীতে।
প্রিয়তমা ,
"জানি হয়তো আমার এই বিরহ ,
তোমার জন্য তুচ্ছ ;
হয়ত পাগলামি,
হয় তো আবেগী অনুভূতির
অস্পরশিত স্রোতও ধারা "
এভাবেই মন খারাপের এক এক টা দিন একলা কাটাই , একাকীত্বকে সঙ্গী বানিয়ে; হয়তো হয়ে যাই তখন খুব খামখেয়ালী, হয়তো অবেক্ত হৃদয় মম গেয়ে উঠে " তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই"
মাঝে মাঝে খুব কষ্ট হয়, যে আমাকে কেউ পাগলের মতো ভালবাসবে না; ভালবাসার নীল চাঁদরে লুকিয়ে রাখবে না; স্বপ্নিল আদর মাখা ভালবাসার রত্নে জড়িয়ে রাখবে না;
এভাবেই, কিছু সময় ভেবে ভেবে নিজেকে আবার আড়াল করে রাখি; সুখের সন্ধানে তোমাকে খুঁজে ফিরি বার বার বহু বার ।
ইতি,
তোমার অদেখা, অচেনা, অস্পরশিত ভুবন বালক
ভালো থেকো , খুব ভালো ।
১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ
২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৬
মামুন রশিদ বলেছেন: ভালোবাসার চিঠি সব সময়ই ভালো লাগে । সুন্দর আর আবেগী লেখা ।
++
৩| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৫
সমুদ্র কন্যা বলেছেন: ভাল লাগল।
৪| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
স্বপ্নবাজ অভি বলেছেন: চিঠি ! আগের নিকে তিনটা চিঠি পোষ্ট করেছিলাম ! আরেক টা লিখে ফেলে রেখেছি । নিজের ই ভালো লাগছেনা তাই আর পোষ্ট করার সাহস পাচ্ছিনা ! আপনার আবেগী চিঠিতে ভালো লাগা !
©somewhere in net ltd.
১|
১০ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৩২
কান্ডারি অথর্ব বলেছেন:
দারুণ ++++