![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে সেই প্রথম যেদিন দেখেছিলাম ,
ছায়া সুনিবিড় শান্ত মেঠো পথে
আজ সময়ের স্রোতে আবারও তোমার দেখা পেলাম ,
শহুরে শত ভিড়ের মাঝে।
আহ! বিচিত্র এই দুনিয়া, অদ্ভুত সেই উদিপ্ত অনুভূতিগুলো !
বৃষ্টি হচ্ছিলো মুশল ধারে,
আকাশে শাদা মেঘের দল, বিদ্যুৎ চমকাচ্ছিলো
আর তখনেই আমার মনের মাঝে সেই বজ্র বাঁধ বেধেছিলো
তোমার পরনে ছিলো লাল জামা,
কাঁধে ইশকুল ব্যাগ, হাতে পানির বোতল
কপালে ছিলো চিন্তার ভাজ , বাসায় ফেরার এক অস্থির তাগিদ
সেই দিন থেকেই শুরু, তোমার অবয়ব অঙ্কন এই হৃদয় পটে ।
আজও আকাশে শ্রাবণের মেঘ , এখুনি নামবে বুঝি বৃষ্টি
তোমার পরনে সিফনের সাদা শাড়ি , হাতে অফিসের ফাইল ,
আর পানির বোতলটা ঠিক আগের মতই আছে ।
কপালে বাসায় ফেরার চিন্তার ভাজ স্পষ্ট , আনমনে অস্থিরতা
মনে হলো সব কিছু ঠিক আগের মতই ,
আর ঠিক আগের মতই হলো
কথা বলা হয়নি আজোও;
ধীরে ধীরে তুমি হারিয়ে গেলে শহুরে ভিড়ের মাঝে
আর আমিও হারিয়ে গেলাম কুড়ি বছর আগের
সেই বাদলা দিনে
সময়ঃ একাল ১২ আষাঢ়
সেকাল ২৭ শ্রাবন
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ
২| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:১৩
লাবনী আক্তার বলেছেন: খুব ভালো লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৩৫
হাসান মুহিব বলেছেন: ভালো লেগেছে যেনে আমারোও আরও ভালো লাগ্লো
৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
সুমন কর বলেছেন: ভালো লাগল।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১
হাসান মুহিব বলেছেন:
৪| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৭
শূন্য পথিক বলেছেন: ভালো লাগা
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
হাসান মুহিব বলেছেন: ভালো বাসা রইলো
৫| ০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৪
আশিক মারুফ বলেছেন: অসাধারণ।
০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:১২
হাসান মুহিব বলেছেন:
৬| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৩৭
শায়মা বলেছেন: সুন্দর!
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ শায়মা আপু
৭| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৪১
বশর সিদ্দিকী বলেছেন: +++++++++
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯
হাসান মুহিব বলেছেন: ঃ)ঃ)
৮| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৮
সমুদ্র কন্যা বলেছেন: কবিতা ভালো লাগলো। কিন্তু কবিতার সাথে ছবিটা ঠিক মেলে নাই।
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪০
হাসান মুহিব বলেছেন: ঠিক বলছেন; এর থেকে ভালো কাভার ফটো আর পেলাম না; এটাই খুব কাসা কাসি ছিল
৯| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৭
স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর!
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪১
হাসান মুহিব বলেছেন: অভি ; ধন্যবাদ তোমায়
১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:০২
মামুন রশিদ বলেছেন: খুব সুন্দর কবিতা ।
এর আগে তুমি অনেকগুলো চমৎকার পোস্ট লিখে হাওয়া হয়ে গিয়েছিলে । এবার থাকবে তো?
১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৩
হাসান মুহিব বলেছেন: মামুন ভাই, ঠিক বলছেন; এখন আর আগের মতো বসতে পারছিনা; অফিসের খুব ভিসন চাপে পড়ছি। তাই ইচ্ছে থাকলেও পারতেছিলাম না।
তবে এবার আশা করছি ;;;; আবার রেগুলার লিখা শুরু করবো.। ভাল থাকবেন
©somewhere in net ltd.
১|
০৮ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৭
স্নিগ্ধ শোভন বলেছেন:
দারুণ!!!
++++++++