![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসে আছি কতক্ষন যাবত জানি না । ধোঁয়া উঠা কফি ঠাণ্ডা হয়েছে অনেক আগেই । ঠাণ্ডা কোক গরম হয়ে গেছে বহু আগেই । কোন তাড়া নেই । অন্ধকার বারান্দায় সময় কাটাতে মন্দ লাগে না । সব আয়োজন শেষ করে নতুন কিছুর অপেক্ষার আগ মুহূর্ত টুকুর এই অপেক্ষা । ঘুমাতে ইচ্ছে করছে প্রচণ্ড কিন্তু অভিমান করে ঘুমাচ্ছি না । রাতটুকু পোহালেই নতুন করে সূর্যের আবির্ভাব,এক নতুন বছরের আহবানে মুখরিত হবে প্রকৃতি আর যা কিছু, পুরাতন, জরাজীর্ণ সব কিছুর সমাপ্তি ।
জীবনের সব কিছুর আজ সমাপ্তি হলেও নতুন জীবনের আহবান, নতুন করে পথচলার উদ্দিপনা ।নতুন করে জীবন গড়ার স্বপ্ন নিয়ে শুরু এই পথচলা ।
কিছু অব্যাক্ত অভিমান থেকেই যাবে, দিনের শেষে তোমার আমার পৃথিবীতে সেইসব অভিমানের দেয়াল চূর্ণের প্রতিযোগিতা চলবে । আমাদের ঐ পৃথিবী শুধুই তোমার আর আমার হবে । নির্বাক ভালোবাসার আদলে ভরসার আকাশের তারা হয়ে একই সাথে অবস্থান করা হবে। শুধু বুঝবোনা দুজনে । কেননা
" রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে"।
২| ২৯ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৫১
মামুন রশিদ বলেছেন: রাতের সব তারাই থাকে দিনের আলোর গভীরে"।
আনন্দময় হোক নতুন পথচলা । শুভকামনা মুহিব ।
৩| ২৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৬
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর
৪| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯
সমুদ্র কন্যা বলেছেন: শুভকামনা রইল।
৫| ২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৪
মেহেরুন বলেছেন: কিছু অব্যাক্ত অভিমান থেকেই যাবে, দিনের শেষে তোমার আমার পৃথিবীতে সেইসব অভিমানের দেয়াল চূর্ণের প্রতিযোগিতা চলবে । আমাদের ঐ পৃথিবী শুধুই তোমার আর আমার হবে । নির্বাক ভালোবাসার আদলে ভরসার আকাশের তারা হয়ে একই সাথে অবস্থান করা হবে। শুধু বুঝবোনা দুজনে ।
কথাগুলো মন ছুয়ে গেলো। যেন আমার মনের কথা।
©somewhere in net ltd.
১|
২৯ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:১০
পুংটা বলেছেন: কি যে কইলেন ভাই, কিছুই বুঝলাম না। তয় এক্কেবারে আমার মনের কথা কইছেন