![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখাটি দেয়ার আগে কিছু কথা বলে রাখি, যা না বললেই না - আমি আমার এই প্রিয় সামুতে আজ অনেক দিন অনেক মাস পরে আসলাম। ইনফ্যাক্ট কোন লেখা দিলাম যদিও মাঝে মাঝে একটু ঢু মেরে কিছু লেখা পড়তাম। সামু আসলেই এমন একটা প্লাটফর্ম যেখানে সত্যিকারের অর্থে তৈরি হয় এক অপ্রকাশিত ভালবাসা, ভাললাগা । তৈরি হয় ভালবাসার উপাখ্যান । তেমনি আমার এই প্রিয় সামুর প্রিয় ব্লগার আরজুপনি , মামুন রশিদ ভাই, স্বপ্নবাজ অভি, কান্ডারি অথর্ব, হাসান মাহবুব ভাই, কাল্পনিক_ভালোবাসা, পরিবেশ বন্ধু, এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা আপু, দিকভ্রান্ত*পথিক,সমুদ্র কন্যা , দায়িত্ববান নাগরিক, সেলিম আনোয়ার সহ আরো অনেকের যে ভালবাসা পেয়েছি, যে উৎসাহ পেয়েছি লেখা-লেখা করার তা আসলেই কোথাও পাওয়া সম্ভব না। সামু- তাইতো রয়েছো এই অন্তর মম । তাইতো আবার আমার এই ক্ষুদ্র এক চেষ্টা। গল্পটা অনেক দিন ধরে মাথায় রয়েছে , তাই আজ দুই দিন আগে গল্পের কাজটা শুরু করে দিলাম। যানিনা কত টুকূ ভালো কিংবা কেমন হবে ; তবুও দিলাম আমার এই প্রিয় প্রাঙ্গনে ।
-----------------------------------------------------------
# জামান সাহেব এবং তার নির্ঘুম দিনগুলি#
১.
হঠাৎ করেই ঘুম ভেঙে গেল। এ আর নতুন কিছু না, গত মাস তিনেক ধরে এই সমস্যায় ভুগছেন তিনি; অবশ্য সমস্যা বললে ভুল হবে । জামান সাহেব আসলে ট্রিপনোসোমিয়াসিস রোগে ভুগছেন । ষাট ছুঁই ছুঁই বয়স তার, গায়ের রঙ উজ্জল ফর্সা,মাঝারী গড়নের, ব্লাড প্রেসার হাই এবং ডায়েবেটিস নিয়ন্ত্রিত পর্যায়। । মাথা ভর্তি চুল যদিও চুলে পাক ধরেছে ।
বিছানার পাশে রাখা ঘড়িটার দিকে চোখ বুলিয়ে দেখলেন এখন প্রায় শেষ রাত; হয়তবা কিছুক্ষন পর ফজরের আজান শোনা যাবে । তাই বিছানা থেকে উঠে বসলেন, চশমাটা পড়ে নিয়ে এগিয়ে গেলেন টেবিলের দিকে পানি খাওয়ার জন্য। ঘুম থেকে উঠেই পানি খাওয়াটা তার কয়েক যুগের অভ্যাস। ঘরের দখিণা জানালাটা আগে থেকেই খোলা ছিলো তাই ভোরের স্নিগ্ধ বাতাস আর আবছা আলোক ছটায় পূর্ণ হচ্ছিলো । কিছুক্ষন ধরে চুপচাপ বসে রইলেন তার প্রিয় চেয়ারটায়। হঠাৎ চোখ পড়লো টেবিলের এক প্রান্তে পড়ে থাকা একটি বইয়ের দিকে । মলাট উল্টিয়েই একদম প্রথম পৃষ্ঠায় দেখলো-
“কয়েক দশক ধরে,
দুলে গেছে কায়া, ছায়া সাথে;
প্রজন্ম ধুলো মেখে ভরা থাকে স্মৃতি আঙিনাতে”
কাছের মসজিদ থেকে ভেসে আসছিলো – আসসালাতু খাইরুম মিনান নাঊম, – আসসালাতু খাইরুম মিনান নাঊম-----
আর দেরি না করে অজু করলেন , সাদা ধবধবে ইস্ত্রি করা একখানা পাঞ্জাবী পরে ঘর থেকে বের হয়ে পরলেন ।
চলবে ---------
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৮
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু, আপনার সাথে পরিচিত হতে পেরে আনন্দিত ; এবং আমার গল্পের শুরুটা পড়েছেন এজন্য দ্বিগুণ আনন্দিত ।
আশা করি বাকি টুকু পড়লে ভাল লাগবে ; কিপ ইন টাচ
২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৭:৪০
অপূর্ণ রায়হান বলেছেন: চলুক ।
ভালো থাকবেন ভ্রাতা
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:০৭
হাসান মুহিব বলেছেন: সাহস পেলাম
৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ সন্ধ্যা ৬:২০
মামুন রশিদ বলেছেন: যেটুকুন পড়েছি ভালোলেগেছে, খুব সুন্দর লিখেছেন । আশাকরি পরের অংশটুকু মুগ্ধতা ছুঁয়ে যাবে । লিখে যান মুহিব ।
ভালোলাগা ভালোবাসার কোন বিনিময় নেই ভাইয়া, তাই একগুচ্ছ ভালোবাসা রেখে গেলাম ।
শুভ কামনা ।
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৬
হাসান মুহিব বলেছেন: মামুন ভাই, আপনাকে সব সময় আমার পাশে পাই। আপনার একটা কমেন্টশ আশা করছিলাম, এন্ড পেয়েছি , সাথে সাথে বিশাল অনুপ্রেরনা .।
ধন্যবাদ ভাই্
৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:০৬
কলমের কালি শেষ বলেছেন: ভলো লাগলো অল্প লেখা হলেও । রোগটা সম্পর্কে যদি একটু বলতেন ।
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৬
হাসান মুহিব বলেছেন: লেখা পুরোটা শেষ হয় নি ভাই; ইন্সাআল্লাহ পরের অংশ টুকূও পাবেন ;
পরের লেখাতেও রোগটা সম্পর্কে জানবেন
৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:১২
সাদরিল বলেছেন: শুভকামনা সামুতে গল্প লেখার জন্য। তবে এক সাথে পুরো গল্প দিলেও বোধ হয় ভালো হতো
১০ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ২:১৮
হাসান মুহিব বলেছেন: সাদরিল ভাই, ধন্যবাদ
৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:১৪
স্বপ্নবাজ অভি বলেছেন: জামান সাহেবের সাথে বেশ ভালো সময় কাটবে বলে মনে হচ্ছে !
©somewhere in net ltd.
১|
০৯ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:১৩
অন্ধবিন্দু বলেছেন:
নির্ঘুম দিনগুলিতে জামান সাহেব বনাম ট্রিপনোসোমিয়াসিস !
জটিল রোগ, দেখা যাক আপনার গল্পে কতোটা দাগ ফেলে।
শুভ কামনা, হাসান।