নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই

১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:২৪

হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই
কখনো তুমি, কখনো আমি,
এখন আর কিছুইআড়া্ল নয়,
ওই উঁচুতে যতগুলো রাঁধাচূড়া ফুটেছে
তার একটিও আমার নয়।
ভরা জ্যোৎস্নার পূর্ণিমায়
সমুদ্রে যতটুকু জোয়ার আসে
প্রখর রৌদ্রে বেসুরো আমি, প্রায় অমিল।
সরল মিথ্যেয় প্রতিনিয়ত সুচতুর হামাগুড়ি,
পরিত্যক্ত ভাগাড়ের কোনে বেমানান
প্রাপ্য চিলতেখানি নিয়েই হাঁটু মুড়ে বসে থাকি, স্থির।
তার কাছাকাছি কিছু , হয়ত কিনবা হয়ত নয়
হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৩১

নাজমুল হাসান মজুমদার বলেছেন: ভালো লাগা রইল কবিতায়

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৪

হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ নাজমুল হাসান মজুমদার ভাই

২| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫০

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: কবিতা ভালো লেগেছে।

২৪ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৫

হাসান মুহিব বলেছেন: থ্যাংকস

৩| ১৩ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:০২

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:

//সরল মিথ্যেয় প্রতিনিয়ত সুচতুর হামাগুড়ি,
পরিত্যক্ত ভাগাড়ের কোনে বেমানান
প্রাপ্য চিলতেখানি নিয়েই হাঁটু মুড়ে বসে থাকি, স্থির।//


-কবিতায় ভালো-লাগা..............

৪| ১৪ ই অক্টোবর, ২০১৪ সকাল ৯:১২

কলমের কালি শেষ বলেছেন: চমৎকার কবিতা । ভাল লাগলো । :)

৫| ১৫ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৬

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন লিখেছেন +

শুভেচ্ছা রইল
:)

৬| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১:২১

স্বপ্নবাজ অভি বলেছেন: সুন্দর !

৭| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৪

মামুন রশিদ বলেছেন: হাতে হাত রেখে চলো নিঃশঙ্ক হই।


দারুণ আহবান! খুব ভালো লেগেছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.