![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোকে নিয়ে উদ্দেশ্যহীন ঘুরে বেড়াবো
হারিয়ে যাবো দূর ঐ নীল দিগন্তে
ট্রেন বাস রিক্সা নৌকা সব বাহনে করে
সারাটা দিন, পুরো সময় ।
রাস্তার টং এর দোকানের লাল চা
আর টোস্ট ভিজিয়ে ভিজিয়ে খাবো ।
আর তখনি রাগ করে বলবি - "তুই একটা খেএত"
এভাবেই তোকে রাগিয়ে ভর দুপুরে হুট করে ঝগড়া করবো
অভিমান করে কথা না বলে থাকবো
অনেকটা পথ সমান্তরালে ।
তারপর তোর রাগ ভাঙ্গাবো বিকেলের স্নিগ্ধতায়
আর শেষ বিকেলের বৃষ্টিতে ভিজে ভিজে
হারিয়ে যাবো সোনালী অতীতে ।
চলে আসিস, সময় করে
তোর কোন নিঃসঙ্গ মুহূর্তে কিনাবা একাকীত্বতে
আমি থাকবো তোর অপেক্ষায়
আমি রয়েছি ঠিক আগের মতই
রয়েছি আগের সেই ঠিকানায়।।
---রাত ১১.৫৮, ৭/১১/১৪
শালগাড়িয়া,পাবনা ।
১৯ শে নভেম্বর, ২০১৪ রাত ১২:৩৯
হাসান মুহিব বলেছেন: ধন্যবাদ রায়হান
©somewhere in net ltd.
১|
০৮ ই নভেম্বর, ২০১৪ সকাল ৮:৩২
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।
শুভকামনা