![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্রিকেট নিয়ে সব সময় আমার একটা অন্যরকম অনুভুতি কাজ করে; ক্রিকেট আমাকে ভাবায়, ক্রিকেট আমাকে আমার আত্মার খোরাক যোগায় । সেই ছোটবেলা মিশন পাড়া থেকে আজ অব্দি কর্ম জীবনের গণ্ডিতেও ক্রিকেট কোন না কোন ভাবে জড়িয়ে রয়েছে ; সেটা মাঠে গিয়ে খেলা হোক অথবা টিভির পর্দায় বসে বসে দেখা হোক। ক্রিকেট নিয়ে আমার পাগলামো থাকবেই ।
আজকের খেলাটা বাংলাদেশের জন্য খুব খুব খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আজকের এই ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে আমরা আমাদের কাঙ্খিত নক আউট পর্ব কোয়ার্টার ফাইনালের দিকে এগিয়ে যাবো । নানান মানুষ তাদের নানান মতামত ্দিয়ে বিশ্লেষণ করছে এই ম্যাচকে। তাছাড়া ক্রিকেট বিশেষজ্ঞরা তো রয়েছেই। তবুও আমার কিছু ভাবনা এই ম্যাচকে ঘিরে ঃ
# টস খুব ভাইটাল। অস্ট্রেলিয়ার বর্তমানের এই কন্ডিশনে , টসে জিতে আগে ব্যাটিং করাই ভালো ; কিন্তু আমার মতামত ম্যাশের উচিত আজ টস জিতে ফিল্ডিং নেয়া ।
# স্পিন বোলার একজন বেশী নিয়ে খেলা
# ইংল্যান্ড কে ২৫০ এরাঊন্ড বেধে ফেলা ।
# তারপরও যদি ইংল্যান্ড হাই স্কোর করে ফেলে , সেই ক্ষেত্রে তামিমকে দায়িত্বশীল ব্যাটিং করতে হবে । পুরোনো রেকর্ড তার ভালো
# ইমরুল কায়েসের ও পরিসংখ্যান বেশ ভালো ; আর মাহমুদুল্লাহ তো দারুন ফর্মে ।
# সাকিবকে তার বেস্ট বোলিং টা করতে হবে আজ । ১০ ওভারে ৩০/৪০ এর মতন রান সাথে ২/৩ উইকেট ।
# মুশফিক শুধু তার কুল হেড এ থাকলেই হবে ইনশাআল্লাহ ।
জয় আমাদের হবেই হবে। আমরাই করবো জয়
©somewhere in net ltd.
১|
০৯ ই মার্চ, ২০১৫ সকাল ১১:০১
সেলিম আনোয়ার বলেছেন: এটুকু বলতে পারি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে তাৎপর্য ম্যাচ এইটি । ইংল্যা্ন্ডের সঙ্গে গত ৩ ম্যাচের দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। তার মানে সাম্প্রতিকতম পরিসংখ্যানের ফেবারিট বাংলাদেশ । আজ খুব করে চাইছি ভালখেলেবে বাংলাদেশ টিমের সব খেলোয়াড় ।নাসির যদি চান্স পায় দলে ! আর সাকিব মুশফিক জুটি আবারও যেন জ্বলে ওঠে। বোলাদের সুনিয়ন্ত্রিত বোলিং আর ব্যাটসম্যানদের দায়িত্বশীল ব্যাটিং সঙ্গে পরিশ্রমী ফিল্ডিং জয় এনে দিতে পারে বাংলাদেশ ক্রিকেট টিমকে। সেই সঙ্গে জুটে যেতে পারে কোয়ার্টার ফাইনালের টিকেট। বাংলাদেশের ক্রিড়ামোদী দর্শক অধীর আগ্রহে চেয়ে আছে আজকের এই খেলার দিকে ।বাংলাদেশ টিম ভাল খেলুক। সফলতা লাভ করুক এই কামনা থাকলো ।