নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

প্রতিদিন হোক "মা" দিবস

১০ ই মে, ২০১৫ রাত ১১:৫১

সকালে আম্মুকে "মা" দিবসের শুভেচ্ছা জানানোর জন্য ফোন দিয়েছিলাম । আম্মুর সাথে কিছুক্ষন কথাও বললাম। যদিও আম্মু তখন অফিসের উদ্দেশ্যে রাস্তায় ছিলেন । হয়ত, যানবাহনের শব্দে আমার কথা ভালো মত শুনতে পারছিলেন না । আর যখন বলতে যাবো আম্মু ইউ আর দ্যা বেস্ট। তোমাকে অনেক মিস করি। তোমাকে ছেড়ে কর্মজীবনের চরম বাস্তবতার দরুন দুরে থাকতে ইচ্ছে করে না ।
তখন আম্মু বললেন- " তুই পরে ফোন দিস; আমি কিছু শুনতে পাসচ্ছি না"
তাই রাতে আবার আম্মুকে ফোন দিলাম। বললাম - তোমাকে মা দিবসের শুভেচ্ছা দেয়ার জন্য ফোন দিয়েছিলাম। আম্মু সাথে সাথে বললেন - হম, আমি ত সেটা জানি । কিন্তু শোন - বাবা, এই কালচার পশ্চিমা দেশ গুলোর ; যারা তাদের মায়েদের সারা বছর খোঁজ খবর নিতে পারে না, তারা তৈরি করেছে এই মা দিবস। তারা তাদের মায়েদের এক দিন শুভেচ্ছা দিয়েই শেষ করতে চায়। কিন্তু মায়ের খোঁজ নিতে হবে সারা বছর। মাকে শুভেচ্ছা দিতে হবে প্রতিটা দিন
বুঝলি। আমার "মা" একজন শিক্ষিকা , উনি ভালো মতই আসল কথাটা বুঝাতে পারেন । আমিও বুঝলাম এবং বললাম জী- মা, আমি আপনার সাথে একমত।
প্রতিটা দিনই হোক "মা" দিবস ।
আর আমি মনে মনে প্রতিজ্ঞা করলাম, অন্তত প্রতিদিন আম্মুকে একটা ফোন দিবো ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.