নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

নিঝুম রাত আর ভোরের শিশির

১৭ ই জুন, ২০১৫ রাত ১২:৫৩

১ #
এই নিঝুম, তুই জানিস তুই যে খুব ন্যারো মাইন্ডেড।
এই নিঝুম, এই ।
-হুম ।
তুই যে একটা হদ্দ্য ।
- হুম, বল বল । কি যেনো বলছিলি ।
বললাম তুই খুব ন্যারো মাইন্ডেড । সব কথার নেগেটিভ চিন্তাটা আগে করিস। একটু ভালো মত ভাবতে পারিস না প্রথমে । একটু পজিটিভ ওয়েতে চিন্তা করতে পারিস না।
-- ও ও এই কথা । এ নিয়ে কত বার বললি তুই জানিস ।

২#
আজ শিশিরের শরীর খারাপ, গায়ে জ্বর । মনটাও একটু এলোমেলো । বাইরের আকাশ মেঘ করেছে । রাতের আকাশে একটিও তারা নেই। রাতে বৃষ্টি নামতে পারে। জানালা খোলা , হু হু করে বাতাস ঘরে প্রবেশ করছে । শিশির বসে আসে হেলান দিয়ে তার চেয়ারে । বাইরের দমকা হাওয়া মনের ভেতরের অসুখটা আরোও বাড়িয়ে দিচ্ছে। প্রতিদিন তাকে এভাবে টেবিলের সামানে বসতেই হবে । ঝড় , বৃষ্টি , সুখ-অসুখ সব কিছুর মাঝেই । শিশির বসে বসে ভাবসে, কাল কথা গুলো নিঝুমকে আবার বলবে । নিঝুম কেন বুঝতে চায় না আমি কি বলতে চাচ্ছি । কেন , বোঝাতেও পারছি না ।

------চলবে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.