নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

প্রসঙ্গ রেইনবো কালার এবং গেইজম ঃ

২৭ শে জুন, ২০১৫ রাত ৯:১৪

খুব অবাক লাগসে এই ভেবে যে সুদুর আম্রিকার গেইজম রেইনবো কালার বাঙলার ফেসবুকের মাটিতে ভর করছে !!!!!!!!!
ছেলে বুড়ো , মেয়ে বুড়ী হয়ত যেনে শুনে বুঝে শুনে অথবা না বুঝে , না এর অর্থটা ভালো মত বুঝে রেইবো কালার দিয়ে তার প্রোফাইল পিক্স পাল্টাসচ্ছেন ।
সকাল থেকেই নিজের অনেক বন্ধু-বান্ধবিদের এই রকম কালারফুল প্রো পিক্স দেখে আমি একটু খানী অবাক হয়েছিলাম এই ভেবে যে এরাও কি এত দিন LGBT মানে লেসবিয়ান,গে,বাইসেক্সচুয়াল ্কিনবা ট্রান্স জেন্ডার গোত্রের ছিলো কিনা !!!!
উত্তর খুঁজে পেলাম, এবং উত্তর দিলো সবাই। তারা কেঊ গে কিনবা লেসবিয়ান ও না ... কিন্তু তারা নাকি এই বিষয়টাকে সাপোর্ট করে। তাই তারা এইরকম রেইনবো কালার দিয়ে সাজিয়েছে ;;
আচ্ছা , আমরা কি এতই প্রগতিশীল হয়ে উঠেছি দিনে দিনে । এটাকে সাপোর্ট করলেই কি হিউমেন রাইটস এর প্রতি রেস্পেক্ট করা হয় ...?? প্রশ্ন রইলো --পাব্লিক্লী ??
প্রিয় বন্ধুরা,
আমাদের এই সমাজ, আম্রিকা না>> আমরা আম্রিকার অনুসাশনে বড় হয়ে ঊঠিনি। আর আমাদের ধর্ম এই বিষয়টা কে আলাঊ করে না ।। মনে হয় অন্যান্য ধর্মও এই বিষয়টা আলাঊ করে না । আর সমকামিতা মানে বিকৃত যৌনতা । আমার কাছে এর সংজ্ঞা এটাই। এখন আপনারা যদি এটাকে সমর্থন করেন, তাহলে অনেক ভাবেই আপনারাও রেপ কিনবা এর থেকেও অনেক খারাপ কিছু থাকলে সেটা কেও কি সাপোর্ট করতে পারবেন ???? প্রশ্ন রইলো ...

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৫ রাত ১০:৪২

লাবু২২ বলেছেন: আসলে বর্তমানে কোন দৃষ্টিতে এটাকে সাপোর্ট করাকে নৈতিক মনে করে তা আমি বুঝি না। আজকাল এসব যাবতীয় taboo ভেঙে ফেলাকেই প্রধান সংস্কার হিসেবে ধরা হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.