নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খুঁজে ফিরি নিজেকে নিজের অন্তরালে

হাসান মুহিব

শুধু লিখতে চাই, মনের অন্ধ কুটিরে লুকিয়ে রয়েছে হাজারো বর্ণমালা

হাসান মুহিব › বিস্তারিত পোস্টঃ

আমার জন্য না তো!

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:১০

যদিও যুবকটা প্রশ্ন বিদ্ধ ; যদিও যুবকটা স্মৃতির ফ্রেমে বন্দি । তবুও যুবকটি খুব একটা চিন্তিত বা বিচলিত না। তার খুব জোর সন্দেহ মেয়েটা কল্পনা। সে সন্দিহান। নিজেকে চিমটি কেটে ভাবসে সত্যি কি !!

'কি করিস তুই?'
-'কিছু না। এমনি বসে।'
'কীবোর্ডে খটখটাচ্ছিস যে?'
-'অনর্থক গল্প লেখার চেষ্টায়'
'ভালোবাসার গল্প?'
-'ঐটাইপের গল্প এখন আর আসে না।'
'আসে না কেন?'
-'আসে না। কারন আসে না।'
কারন আমি আজ কাল ভালো আছি!!! খুব ভালো|
--
'আমার জন্য নাতো?'
মেয়েটার গলার স্বরে কিছু একটা ছিল। তা করুনা হতে পারে। উপহাস হতে পারে। দুঃখবোধ মিশে থাকাও বিচিত্র না। সেই 'কিছু একটা'র টানে ওদিকে ফিরলাম। ঠিক সে সময় বুক থেকে বেরিয়ে আসল শামুকের খোলে জমে থাকা দীর্ঘশ্বাস। হয়তো যুবকটি সেই দীর্ঘশ্বাসে চড়ে ফেরে ফেলে আসা অতীতে।
যুবকটি মুচকি হেঁসে নিজেই নিজেকে বলছে -
"সত্যিই, স্মৃতি জমা হয় কষ্ট বাড়ানোর জন্য , এটাই স্মৃতির দোষ ।"

যুবকটি আবার নিজেকে সামলে পরক্ষনেই কীবোর্ডে তার লেখা নিয়ে ব্যস্ত ।
14 sept 2014
-স্কয়ার রোড, পাবনা

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.