![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার সাথে সমান্তরালে হাঁটা , আপনার পাশে থাকা নারীটা আপনার স্ত্রী, ওকে নিশ্চয়ই আপনি" প্রিয়তমা"বলে ডাকেন। . :: হাটতে হাটতে হোচট খাওয়া নারীটা আপনার মেয়ে, যাকে "কলিজার টুকরা" ভাবেন। . :: খুনসুটি কাটা নারীটা আপনার বোন, তাকে "আপু" বলে ডাকেন। . :: আপনার জন্মধাত্রী ,আপনাকে ১০ মাস গর্ভে নেয়া নারীটা আপনার জনণী, ওনাকে "মা" বলে ডাকেন। . অথচ, রাস্তায় হাটতে থাকা একই রকম নারীটাকে কেন বাজে শব্দ ব্যবহার করে ইভটিজং করেন..??? . কেন বাসের ভিড়ের মাঝে বিব্রতকর অবস্হায় ফেলেন । শকুনের মতো খামচে ধরেন ।
এইতো গত বছরের পহেলা বৈশাখের কথা । এই রকম সন্ধ্যায় পিশাচের মতো কিছু অসদাচরন করার মুহুর্তে একবারও ভেবে দেখেছিলেন কি ? উনি আপনার মা-বোন -আপনার স্ত্রী কিনা !! যে নারীজাতিকে "মা" বলেন, সেই নারী জাতিকেই খারাপ শব্দ, খারাপ অঙ্গভঙ্গী করার আগে একটু ভেবে দেখেন। উনি আসলে আপনার ঘরের আপন , আপনার কাছের প্রানের মনের মানুষটি কিনা ?
বছর ঘুরে আবারও পহেলা বৈশাখ আসছে , আপনার নিরাপত্তা আর সহযোগীতার হাত , নিশ্চয়ই নিরাপদ করে তুলবে সকল নারীকেই । উৎসবের আনন্দে উচ্ছাসিত হতে পারবে সকলের সাথে ।
©somewhere in net ltd.