![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে ধন্যবাদ
আমাকে তোমার চোখের আঙ্গিনায় রেখেছো বলে ।
তোমাকে ধন্যবাদ
আমাকে বিকেলের রোদে একেছো বলে ।
তোমাকে ধন্যবাদ
আমাকে সাথে বৃষ্টি বিলাস শিখিয়েছো বলে।
তোমাকে ধন্যবাদ
আমার সাথে অনেকটা পথ হেটেছো বলে ।
তোমাকে ধন্যবাদ
জ্যোৎস্না রাতে গল্পে বলেছো বলে।
তোমাকে ধন্যবাদ
আমাকে তোমার হাতের পরশ দিয়েছো বলে
তোমাকে ধন্যবাদ
মাঝ রাতে অপেক্ষার গান শুনিয়েছো বলে ।
তোমাকে ধন্যবাদ
আমাকে ভুল করে " ভালোবাসি" বলেছো বলে
তোমাকে ধন্যবাদ
আমাকে তোমার পাশে রেখেছো বলে ।
©somewhere in net ltd.