নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আনন্দলোকে মঙ্গলালোকে........

সত্য সুন্দরকে ব্রত করি জীবনে

মেহবুবা

মেহবুবা › বিস্তারিত পোস্টঃ

অনুগল্প হতে পারতো

০৫ ই মে, ২০২২ রাত ৮:৩৪


ভালবাসার শক্তি আছে বটে! সেই কবে থেকে ভাটফুলের গাছ লাগাবো, ফুলের গন্ধে- সৌন্দর্যে বিভোর হব সেই কল্পনায় ভেসে বেড়াতে বেড়াতে পথে দেখা হয়ে গেল! এই তো সেদিনের কথা! নিয়ে এলাম সমূলে সে গাছ।

আশায় আশায় দিন কাটছিল, একদিন দেখি ছোট করে শাখা বেরিয়েছে!
ভাটফুলের গাছ আঁচ করতে পেরেছে আমার ভালবাসা!
গাছেরা পারে, পাখীরাও পারে!
এখন কেবল ছোটু গাছ, ফুল যদি ফোটে আর সুযোগ যদি টুটে না যায় তো ছবি দেব।
পথের পাশে অযত্ন অবহেলায় ফুটেছে ; তবু সে দামী। যে দাম দিতে জানে তার কাছে।
( মহলাদার, কাজী ফাতেমা, মরুভূমির জলদস্যু -- এদের পোষ্টে ছিল ভাট ফুল)৷
** আমার গাছের ছবি।৷


গুগল থেকেছবি।

মন্তব্য ৪০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০২২ রাত ৮:৫১

ভার্চুয়াল তাসনিম বলেছেন: যদি হতে পারতো?
যদি ভালো বাসার শক্তি দিয়ে
আপনার ভাট ফুলের গাছের
আমাদের ভালোবাসা গুলো
ফিরে ফিরে আসতো?

ছবির অপেক্ষা...

০৫ ই মে, ২০২২ রাত ৯:১৫

মেহবুবা বলেছেন: সব ঠিক আছে তাসনিম।
অপেক্ষা মধুর হোক।

২| ০৫ ই মে, ২০২২ রাত ৮:৫৬

মিরোরডডল বলেছেন:




প্রথমে বুঝিনি ভাট ফুল কোনটা ।
চেক করে দেখলাম খুব সুন্দর বুনোফুল ।
গুড লাক আপু ।




০৫ ই মে, ২০২২ রাত ৯:২৪

মেহবুবা বলেছেন: আগেই উচিৎ ছিল ছবি দেওয়া। ভাল থেকো পুতুল!

৩| ০৫ ই মে, ২০২২ রাত ৮:৫৭

মরুভূমির জলদস্যু বলেছেন: ভাট ফুলের সুবাস নামে আমার একটা লেখা আছে। সেখানে কিছু ছবিও আছে ফুলটির। ভাপ তার সুবাস ছড়ায় রাতের বেলা। দিনে সুবাস নিতে হলে নাকের কাছে নিতে হয়।
আপনার গাছে এবছর আর ফুল আসবে বলে মনে হচ্ছে না। আগামী বছরের জন্য শুভকামনা রইলো।

০৫ ই মে, ২০২২ রাত ৯:২৫

মেহবুবা বলেছেন: আপনার কথা শেষে লিখেছি দেখেননি।৷
শুভকামনা।

৪| ০৫ ই মে, ২০২২ রাত ৮:৫৭

ভার্চুয়াল তাসনিম বলেছেন: অনেকদিন পরে ব্লগে আসছি। খুব টাইপো হচ্ছে।
৩য় লাইন ' আপনার ভাট ফুলের গাছের মতো ' পড়ুন।

০৮ ই মে, ২০২২ রাত ৮:০৫

মেহবুবা বলেছেন: ঠিক আছে। আগে নিক কি ছিল?

৫| ০৫ ই মে, ২০২২ রাত ১১:১৬

শায়মা বলেছেন: বঙ্কিমচন্দ্র বুদ্ধদেবের বই এ ভাঁট ফুলের কথা পড়েছি।
এই ফুল আমি দেখেছিও আমার ছোটবেলা।

০৮ ই মে, ২০২২ রাত ৮:০৬

মেহবুবা বলেছেন: বিভূতিভূষণের লেখাতেও আছে। কি সুন্দর ফুল!

৬| ০৫ ই মে, ২০২২ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: বাহ!

কেমন আছেন?
অনেক দিন পর পোস্ট দিলেন।

ভাঁটফুলীয় শুভেচ্ছা।

০৮ ই মে, ২০২২ রাত ৮:০৮

মেহবুবা বলেছেন: আল্লাহ্ অনেক ভাল রেখেছে, তবে ব্যস্ততার জন্য কঠিন মনে হয় জীবন যাপন।
শুভকামনা আপনার জন্য।

৭| ০৬ ই মে, ২০২২ সকাল ১১:১০

জুল ভার্ন বলেছেন: চমৎকার!!!

০৮ ই মে, ২০২২ রাত ৮:০৯

মেহবুবা বলেছেন: আসলেই!

৮| ০৬ ই মে, ২০২২ দুপুর ১২:২৭

নূর আলম হিরণ বলেছেন: আমাদের গ্রামে একসময় স্কুলে আসতে যেতে ভাট ফুলের গাছ দুই পাশে সারি সারি দেখা যেত। কালের পরিক্রমায় আগাছা হয়ে সব পরিষ্কার করে ফেলেছে কালো পিচের রাস্তার ঠিকাদাররা।

০৮ ই মে, ২০২২ রাত ৮:১১

মেহবুবা বলেছেন: কত কি ভাল লাগা কালো পিচের নীচে হারিয়ে যাচ্ছে।

৯| ০৬ ই মে, ২০২২ দুপুর ২:৪৪

শেরজা তপন বলেছেন: ভাঁট ফুলের সুবাস~ শব্দগুচ্ছটা মাথায় গেঁথে গেছে।
ফুল ফোটার অপেক্ষায় রইলা্ম...

০৮ ই মে, ২০২২ রাত ৮:১২

মেহবুবা বলেছেন: অপেক্ষার এক অন্য মাদকতা আছে, থাকেন।

১০| ০৮ ই মে, ২০২২ রাত ৮:০৮

শায়মা বলেছেন: বিভূতিভূষণের লেখাতে তো থাকতেই হবে। বাপরে কত রকম ফুল আর গাছপালাই চেনা জানা ছিলো তাদের আপুনি!!

০৮ ই মে, ২০২২ রাত ৮:১৪

মেহবুবা বলেছেন: টিভি, ইন্টারনেট, স্মার্ট ফোন ভাগ্যিস তখন ছিল না, তাহলে কতটা পেতাম কে জানে!

১১| ০৮ ই মে, ২০২২ রাত ৮:১৮

শায়মা বলেছেন: হ্যাঁ মাঝে মাঝে ভাবি কোনটা আসলেই বেশি ভালো ছিলো???


আমাদের মত দুই জনম কি আমাদের পরের জেনারেশনরা পাবে?

নাকি তখন আরও আরও জনমের সৃষ্টি হবে......

তারা ভাঁটফুল চিনবে না বটে তবে হয়ত কোনো ইল্যুশন দিয়ে বানাবে নতুন কোনো অচেনা ফুল .....

০৮ ই মে, ২০২২ রাত ৮:২২

মেহবুবা বলেছেন: যত যাই বলি না কেন, বিজ্ঞান দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ -- সত্যি।
আরো সত্যি সেই সব অনুভূতি যা তিলে তিলে তৈরী হয় এবং মূল্যবান হয়ে রয়ে যায়! সে সব কোথায়?

১২| ১২ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:৩৩

খায়রুল আহসান বলেছেন: অনুগল্প হয়েছে বটে, এবং গল্পটার একটি শিরোনাম হতে পারেঃ 'ভালোবাসার শক্তি'

২৮ শে মে, ২০২২ রাত ৯:৫৬

মেহবুবা বলেছেন: ঠিক বলেছেন, সেজন্য তো শুকনো ডাল বেঁচে গেল।

১৩| ১২ ই মে, ২০২২ রাত ৮:১৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: ভাটফুল ছোটকালে দেখেছি অনেক গায়ের পথে পথে.
এখন আর দেখা পাই না
যা পাই আপনাদের সৌজন্যে

ভাটফুলের ঘ্রানের মতো ভালবাসা ছড়িয়ে পড়ুক
মানুষের প্রাণে প্রাণে...

২৮ শে মে, ২০২২ রাত ১০:০৪

মেহবুবা বলেছেন: ছোটবেলায় গাঁয়ের পথে চলেছেন বপশী তাই দেখেছেন বেশী; অযত্ন অবহেলায় এই ফুল কেমন ফুটে থাকে! গাজীপুরের রাজাবাড়ি এলাকায় ছিল দেখেছিলাম।

১৪| ১৬ ই মে, ২০২২ ভোর ৪:৪২

ফারজুল আরেফিন বলেছেন: অনেক অনেক শুভকামনা রইলো।

২৮ শে মে, ২০২২ রাত ১০:০৫

মেহবুবা বলেছেন: শুভকামনা আপনার জন্য।

১৫| ২৬ শে মে, ২০২২ রাত ৮:৪০

রোবোট বলেছেন: শুধু গাছের ছবি দিলেই হবে? ফুলের ছবি দেন। ফুলের গন্ধ আপলোড করেন।

১৬| ২৮ শে মে, ২০২২ রাত ১০:১৫

মেহবুবা বলেছেন: প্রায় মৃত ডাল যে বেঁচে উঠেছে সেই বেশ।
অন্যের তোলা ছবি হলেও তো দিয়েছি!
ফুলের গন্ধ তো সেই কবে আপলোড করেছি, এখনও পাননি? মাস্ক পরে থাকতে থাকতে এই দশা!

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: রাজামশাই ভাইয়াও লিখতেন ফুলেদের কথা আর এখন লিখেন জলদস্যু ভাইয়া।

০২ রা মে, ২০২৩ রাত ৮:১৪

মেহবুবা বলেছেন: রাজামশাইয়ের কথা আমার প্রায়ই মনে পড়ে, বিশ্বাস করতে কষ্ট হয় নেই সে। আল্লাহ তাকে চির শান্তি দান করুক সেই দোয়া করি আল্লাহর কাছে।

১৮| ০২ রা মে, ২০২৩ রাত ৮:৪৬

গেঁয়ো ভূত বলেছেন: বুনো ভাটফুল শীতের সময় পরিত্যাক্ত জায়গায় আগাছার মতো এমনিতেই জন্মে। তবে ফুলগুলো দেখতে সত্যিই খুব সুন্দর কিন্তু কাছে গিয়ে কখনো সুবাস নেয়ার চেষ্টা করিনি।

০২ রা মে, ২০২৩ রাত ৯:০২

মেহবুবা বলেছেন: মিষ্টি ঘ্রাণ! সুযোগ পেলে দেখবেন।

১৯| ০৯ ই মে, ২০২৩ রাত ১২:১১

সুনীল সমুদ্র বলেছেন: প্রথমে ভেবেছিলাম লেখাটা ৫ই মে ২০২৩ এর। .... ভালো করে খেয়াল করে দেখলাম, এটা আসলে ২০২২ এর ৫ মে-র একটি লেখা ...! .... প্রায় এক বছর ধরে আপনি আর লিখছেন না ! .... আপনার নতুন লেখার অপেক্ষায় রইলাম।

০৬ ই জুন, ২০২৩ সকাল ৯:৩২

মেহবুবা বলেছেন: যদি কিছু সময় ধার নেয়া যেত
যদি দিন এবং রাত দীর্ঘ হোত
আমার চাওয়ার মত
যদি অল্পতেই জীবন
সাজানো হোত মনের মত,
থালাবাটি হাঁড়ি পাতিল
খুটিনাটি কারিগরি
এক চিলতে উঠোন
অসংখ্য গাছে পাতা
আড়ালের রোদ
সন্ধ্যার আলো যদি
ধরা যেত বিলের কিনারায়

কতোই না মধুর হোত
মানুষের মত বেঁচে থাকা
মানুষের মধ্যে।


অঃটঃ আজ শারীরিক অসুস্থতার জন্য ছুটি নিয়েছি তাইতো এখানে সময় পার। জীবন বড় কঠিন।

২০| ০৬ ই জুন, ২০২৩ সকাল ১০:১২

খায়রুল আহসান বলেছেন: ১৯ নং প্রতিমন্তব্যটা চমৎকার হয়েছে। অসুস্থতার বিষয়টির ব্যাপারে উদাসীন হবেন না, সতর্ক থাকবেন।

০৭ ই জুন, ২০২৩ রাত ৮:৫৮

মেহবুবা বলেছেন: ধন্যবাদ আপনাকে।
দোয়া করবেন।
ভাল থাকবেন।

২১| ১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩০

জুন বলেছেন: সীতাকুন্ডে প্রথম মেঠো পথের দুধারে এই গাছ দেখেছিলাম প্রথম । বড় বড় পান পাতার মত ভারী সবুজ পাতার মাঝে ঝুমকো সাদা দুল আমার মত প্রকৃতি প্রেমিকের সেই কুটিকালেই নজর কেড়েছিল মেহেবুবা । আমার বারান্দার টবের গাছে যদি আগাছা হয় আমি তুলে ফেলি না । ছোটবেলার স্মৃতিতে ফিরে ফিরে যাই সেদিকে তাকিয়ে :)
অনেক ভালোলাগলো লেখাটি ।
+

১৮ ই আগস্ট, ২০২৩ রাত ৮:৩৫

মেহবুবা বলেছেন: টবের আগাছা না ফেলার অভ্যাস আমারো আছে।
ভাটফুল আসলেই কি মিষ্টি !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.